সু-স্বাগতম। আজ থেকে নিয়মিত লিখব, কথা দিচ্ছি।
সাধারণত: টিভি সেটের সামনে তেমন একটা বসি না। ভাগ্নের সাথে বসে বসে গণজাগরণে শাহবাগ দেখছিলাম। মানুষে মানুষে সয়লাব। সবারই এক কথা, রাজাকারমুক্ত বাংলাদেশ চাই, আমার নিজের কথাও একই। কিছুক্ষণ পর বাহিরে গেলাম। জিইসির মোড়ে যুদ্ধ শুরু হয়েছে, পুলিশের সাথে জামায়াত শিবিরের। চারিদিকে ধোয়া, মানুষের উল্টো দিকে দৌড়, আর আমার শরীর জ্বালা করা ক্ষোভ, একটা মিছিল যাচ্ছিলো, রাজাকারের ফাসি চাই, আমিও সামিল হয়ে গেলাম।
মিছিলে হাটছিলাম আর মুখে ফাসি চাই, ফাসি চাই শ্লোগান। মনে মনে ভাবছি, আরেকটা একাত্তর হলে মন্দ হয় না, চারিদিকে এমনিতেই রাজাকার আর আলবদরদের দোসর, যাদের কোনদিনও বিচার হবে না, অতএব আরেকটা একাত্তর দিয়ে যদি এদেরকে শায়েস্তা করা যায় তবে ক্ষতি কি?