উপরে কমেন্টটা ছিল আমাদের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার। তিনি বলেন, যথেষ্ট টাকা থাকলে ঢাকাকে চার ভাগে ভাগ করাতাম। গত বুধবার জাতীয় সংসদের একাদশ অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এ কথা বলেন। তিনি আরও যোগ করেন, জনসংখ্যা বাড়ছে। টঙ্গী থেকে সদরঘাট বিশাল এলাকা। একজন মেয়রের পক্ষে বিশাল এলাকা সামাল দেওয়া কঠিন।‘ ‘ এক সময় দেশে ১৯টা জেলা ছিলো। সেটি ৬০টি করা হয়েছিলো। বিভাগ করা হয়েছে সাতটি। কেউ কি বলবে দেশকে ভেঙে খানখান করা হয়েছে? জনসংখ্য বৃদ্ধি পাচ্ছে। সেবা দিতেই বিকেন্দ্রীকরণ করা।’
উপরের কমেন্ট যেহেত মাননীয় প্রধানমন্ত্রীর নিজের করা তাই তার ব্যাপক সমালোচনা হবে, যত বেশী সমালোচনা হবে ততই বিষয়টি আলোচনা আসবে, তবে আমি নগন্য ব্যাক্তি হিসাবে এতটুকু বলতে পারি যে কোন বিষয়ে আন্তরিক হলে তা ভাগাভাগির প্রয়োজন হয় না, বর্তমানে যারা বিরোধীদলে যারা আছেন, তারা ক্ষমতায় গেলে আবার জোড়া লাগাবেন বলে ঘোষণা দিয়েছেন, এখন আমরা যারা এই দেশে বসবাস করি তারা রাজনীতিকদের ভাঙ্গাগড়ার প্রত্যক্ষকারী হিসাবে দেখে যাবো। যেমনটা আগে থেকে দেখে আসছি।
শেষ কথা হলো, দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করতে চাইলে তা এমনিতেই করা যায়। কাউকে দেখিয়ে নয় বরং আন্তরিকভাবে সমস্যার ভেতরে গিয়ে তা নির্মূল করাটায় প্রকৃত ভাবে কিছু করা বুঝায়।