সকল সহব্লগারবৃন্দ,
সামহোয়ারইনব্লগে আমি সাইনইন করলাম প্রায় দুমাস হলো। এই ব্লগের আগে ও আমি বিভিন্ন ব্লগে ব্লগিং করেছি, কমেন্ট করেছি সহব্লগারদের ব্লগে, সব ব্লগেরই একটা নীতিমালা যেমন আছে তেমনই আছে ব্লগীয় শিষ্টতা। কিন্তু অতীব দু:খের সাথে বলতে হচ্ছে বিগত দুইটা মাসে কারণে অকারণে কোন সামুর পুরাতন ব্লগারকে এভাবে আমাদের সকলের সামনে গালাগালি ও নিক সর্বস্ব কিছু ব্লগার দ্বারা অপমাণিত হইতে আমি বিগত দুমাসে দেখি নাই।
আমরা জানি আমাদের সহব্লগার রোজলীন মেম একজন শান্ত নিরীহ ও কারো সাথে নেই করো পাছে নেই ধরণের ব্লগার, কিন্তু গতকিছুদিন ধরে উনি এমনিতে স্বামী সংসার সহ অসুস্ত স্বামীকে নিয়ে যার পর নাই মানসিকভাবে ও চিন্তিত আছেন কেননা প্রত্যাশা আর প্রাপ্তির মিলনরেখা তাকে এই ব্লগ বা আলু ব্লগ থেকে ও আমরা সহযোগীতা করতে পারিনাই, এইজন্য উল্টা আমাদের দু:খবোধ থাকা উচিত কিন্তু সামুর কতিপয় ব্লগার তাকে মানষিকভাবে যে হয়রানি করলো তা ব্লগে নজিরবিহীন।
মানষিকভাবে ভেঙ্গে পড়া একজন সহব্লগারের সুখ দু:খ হাসি কান্নার পাশাপাশি তার দুঃখে দুঃখী হওয়াটা মানবিক গুনাবলির মধ্য পড়ে, কিন্তু নিক সর্বস্ব কিছু ব্লগার যেমনঃ নিক সর্র্বস্ব কিছু ব্লগার বিভিন্ন ভাবে তাহাকে মানসিকভাবে ও ফোনে যা দেখালো, তা সামুর ইতিহাসে জঘন্যতম ও নেক্কারতম ঘটনা বলে আমি ব্যা্ক্তিগতভাবে আমি মনে করি। শেষ কথা হল: তাদের এইরুপ নোংড়া হামলায় সম্পূর্ন ব্লগ ছিল সাইলেন্ট কোন ব্লগার কোনো ভাবে তার সাহায্যে এগিয়ে আসতে দেখা যাইনি। আমি এই ঘটনার সুস্ত তদন্ত সাপেক্ষে ব্লগের মডারেটরকে অনুরোধ করবো যে নিকগুলোর প্রতি অতিব জরুরী ব্যবস্তা নিয়ে ব্লগকে ব্লগের সুন্দর পরিবেশে ব্লগিং করার জোর দাবি জানাচ্ছি। যে সকল ব্লগার'রা নিক সর্বস্ব ব্লগিং করে তাকে উত্যক্ত করলো তাদের নিক নীচে দেওয়া হলো।
১। ফাইরুজ
২। মনিরুল ইসলাম বাবু
৩। ফয়সাল তূর্য
৪। মোবাশ্বের আহমেদ
৫। স্বাধীকার
৬। নষ্ট কবি
৭। কািন্ট টুটুল
৮। রাইসুল জুহালা
৯। কি নাম দিব
১০। বাজেকাম
১১। জুল ভার্ন
১২। স্বাধীকার
প্রভৃতি, এই নিকগুলোর অনেক কপিও আছে, একটু ভাল অনুসন্ধান নিলে নিক সর্বস্ব বদগুলোকে ব্লগ থেকে বিতাড়িত করিলে ব্লগের পরিবেশ অনেক সুস্হ হয়। যাহা নিরাপদ ও সন্মাণিত মহিলা ব্লগারদের সন্মান বজাই রাখিতে কার্যকরী ভূমিকা রাখে বলে সামু ব্লগের অনেক পুরাণ ও সুচিন্তিত
জ্ঞানী পাঠক সমাজ প্রভুত উপকার লাভ করিবে বলিয়া এই অধমের বিশ্বাস। ধন্যবাদ।