মধ্যে রাতে নক্ষত্র চিৎকার করে বলে উঠলো -
কবি তোমার সাথে কথা বলা যাবে কি ?
কবির চার পাশ আলোকিত জ্যোতির আলোতে
কবির চোখ শুধু আলোই দেখতে পাচ্ছে !
তবে কি কবি তার নিজ ঘরেই ? নাকি স্বপ্নে ?
কবি ভাবতে লাগলো কবি এখন কোথায় !
না কবির নিজের ঘরেই আছে -
স্বচ্ছ এখন সব কিছুই তবে আলোতে বন্ধী আজ -
কবি আবার শুনতে পেল সেই আলোর চিৎকার -
কবি আমি তোমাকে কিছু বলতে চাই ।
কবি তার মোটা ফ্রেমের চশমা খুলে বলল -
আমাকে বলেই কিছুই হবে না-
আমার কলম এখন আইনের শিকলে চাপা পরেছে -
না হয় -
আমার কলম টাকা উমে নিজের স্বপ্নের উমে আছে -
আমাকে বলে নাভ নাই -
বেশ্যা এখন সতীর সনদ বিক্রি করে মকমলের বিছানায়
চরিত্র এখন কর্পোরেট ব্যাংকের লকারে সংগোপনে আছে
বুদ্ধিজীবী মানুষ গুলো মানুষ থেকে প্রাণী হয়েছে গর্বে -
আমাকে বলে হবে কি ?
স্বার্থ ছাড়া কেউ কারো জন্য লেখে না-
মায়ের বুকের স্তনের চেয়ে আমদানি দুধের বিজ্ঞাপন বেশী
খোলা মাঠ গুলো চলে এসেছে শিশুর হাতে -
শিক্ষা হয়েছে বিলাসিতা পুন্য -
শিক্ষক গুলো হয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লাড সাব -
আমাকে বলে হবে কি ?
হে আলোর জ্যোতি - আমি অন্ধ বোবা কালা পঙ্গু স্বার্থপর
তোমার আলো থেকে আমাকে মুক্ত কর -
এই আলোতে আমি
নিজের চরিত্র দেখতে পাচ্ছি -
আমি বোকা - আমি এই সমাজের শেষ অন্ধ পথিক
আমাকে আত্ম হত্যা করতে দাও-
----------------- চলমান
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৪