------------------------------------------------------------------
পাত্র তার চাচা চাচী মামা মামী বোন দুলা ভাই বাবা মা ফুফু ফুফা এছোট সহ
আসছে মেয়ে দেখতে । ঘটক আগেই বলেছে যে মেয়ে শিক্ষিত ও সুন্দরী ।
পাত্রের ব্যাপারে পেয়ে পক্ষ সব খুঁজ খবর নিয়ে জেনেছে যে তারা ভাল মানুষ ।
তাই তারা মেয়ে দেখাতে রাজি হয়েছে । মেয়ের বাবা একটু ভয়ে আছে এই জন্য
যে ছেলে লন্ডন থেকে উচ্চ শিক্ষিত । তারা যদি মেয়ে পছন্দ করে তাহলে তাদের
কাছে বিয়ে দেয়ার মত অর্থ সামর্থ্য নাই । যাই যথা সময় সবাই চলে এসেছে ।
মেয়ে কে সবার সামনে আনা হলো । ছেলে খুব আধুনিক কোট টাই পড়া মানুষ ।
মেয়ে কে সবাই প্রশ্ন করছে লিখা পড়া রান্না বান্না । নামজ রোজা ইত্যাদি ?
ছেলের কানে কানে ভাবী বলল তোমার কি পছন্দ হয়েছে । ছেলে বলল আমি
কি কিছু প্রশ্ন করতে পারি ?
---মেয়ে বলল জী করতে পারেন !
--- ছেলে বলল । নামজ কি মাঝে মাঝে পড়েন ?
---- মেয়ে বলল জী ?
---- আপনি কি সব সময় নামজ পড়তে পারবেন ?
---- মেয়ে বলল চেষ্টা করব !
---- ছেলে বলল না । এটা অন্যায় । নামজ চেষ্টার বিষয় না। এটা পরীক্ষা না।
এটা হল আল্লার হুকুম ? বলুন নামজ কি সব সময় পড়তে পারবেন ?
---- মেয়েটি বলল , আজ এখন থেকেই সব সময় পড়ব ।
---- ছেলে বলল আমার আর কিছু বলার নাই । আপনার জন্য দোয়া রইল সালাম রইল
। আপনি এখন আমাদের কাছ থেকে বিদায় নিতে পারেন ।ছেলে মেয়ের হাতে
একটা খাম দিল । আর বলল এটা আপনার জন্য আমাদের তরফ থেকে একটা
ছোট উপহার আপনার ছোট ভাই বোনদের জন্য ।।
মেয়ের বাড়িত সবাই তখন বসা । বিশেষ করে মেয়ের বড় মামা । একজন ব্যাংকার ।
মেয়ের চাচারা আর কিছু প্রতিবেশী । ছেলের বাবা বলল মেয়ে আমাদের পছন্দ ।
এখন আপনাদের কোন কিছু বলার থাকলে বলুন । ছেলে আপনাদের পছন্দ হয়েছে কি না? মেয়ের বড় মামা বলল - আল্লার ইচ্ছায় ছেলে আমাদের পছন্দ । ছেলের বাবা বলল
আল্লাহর রহমতে পছন্দ হয়েছে । ছেলের বাবা বলল এখন বলুন মেয়ের কি কি চাওয়া
পাওয়া আছে ? আমাদের মেয়ে নেয়ার খুব ইচ্ছা । আপনাদের দায় দাবী বলুন ।
মেয়ের বাবা বলল আমাদের কোন কিছু চাওয়ার নেই । শুধু কাবিন আর যদি
মেয়ে কে কোন স্বর্ণ অলংকার দেন ।
ছেলের বাবা বলল মেয়ে কে আমারা ছয় ভরি স্বর্ণ দেব । দেন মোহর কত চান ?
মেয়ের বাবা বলল আমার বড় ভাইয়ের মেয়ে কে তিন লক্ষ টাকা কাবিন দিয়েছে ।
ছেলের চাচা বলল এই ব্যাপারে ছেলে নিজেই কথা বলবে । কারন ছেলে দেন মোহর দিবে
এটা তার বলা দরকার । মেয়ের মামা বলল বাবা থাকলে ছেলের বলার দরকার কি?
ছেলের বাবা একটু হেসে বলল - আসলে বিয়েটা আমার ছেলে করবে । সংসার সে করবে
তাই তার বিষয়ে তারই সিদ্ধান্ত নেয়া উচিৎ । মেয়ের মামা বলল আচ্ছা তাহলে ছেলে মুখ থেকেই শুনি ।
-----ছেলে সালাম দিয়ে বলল । আমি এক লক্ষ এক টাকার বেশি কাবিন দিতে পারব না।
আমি টাকাটা নগদে মেয়ের বিয়ের এজিন সময় প্রধান করিব । কোন রকম বাকি
রাখব না।
---- মেয়ের মামা বলল না । তা হয় না।
----- ছেলে বলল মামা আপনি মেয়ের সাথে আমার প্রস্তাব নিয়ে আগে একটু কথা বলুন ।
----- মেয়ের মামা বলল আমরা তার অভিবাবক । আমাদের সিদ্ধান্তই তার সিদ্ধান্ত ।
---- ছেলে বলল মামা তাহলে তো আর কোন কথা নাই । কারন সিদ্ধান্ত তো শেষ ।
আমি যা পারব তাই বলেছি ।
----- মেয়ের মামা বলল দেখ বাবা তুমি বিদেশে লিখা পড়া করেছ । এটা বিদেশ না
আমাদের সমাজে বিয়ে একটা কঠিন বিষয় ।
----- ছেলে একটু হেসে বলল মামা আমি সমাজ দেখে বিয়ে করছি না। আমি মেয়ে
ও তার পরিবার পরিজন দেখে বিয়ে করছি ।
---- ঠিক আছে বাবা । কবিন আমারা কম দিয়ে বিয়ে দিতে পারব না।
---- ছেলে বলল মামা সিদ্ধান্ত টা কিন্ত আপনার আমার মনে হয় কথা শেষ না করে
আপনি মেয়ের মা এবং মেয়ের সাথে একটু কথা বলুন । যদি মেয়ে স্বর্ণ না নেয়।
তাহলে স্বর্ণের বাজার মুল্য বাবদ যে টাকা তা নগদে দেন মোহরের সাথে যোগ
হবে তখন মেয়ে পাবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ।
মেয়ের মামা বলল তাহলে আমি একটু কথা বলে আসি । মেয়ের মামা কথা বলা শেষ
করে এসে বলল আপনার কথাই আমারা রাজি । স্বর্ণের বিষয়টা আমি আগে বুঝি
নাই । কারন আমাদের সমাজে বিয়ের সময় মেয়ে কে অনেক সময় অন্য কারো
স্বর্ণ পড়িয়ে বিয়ে করে নিয়ে যায় ।
---- ছেলে বলল আপনাদের সমাজ আর আমার সমাজ এক না । এটা তো মামা আপনি
আগেই বলেছেন । মামা মনে মনে বলে ছেলেটা বিদেশে লিখা পড়া করে একটু
বেশি ফাজিল হয়েছে । মামা বলল তাহলে তারিখ কবে ।
--- ছেলে বলল মামা আগামী রবি বার ।
---- মামা বলল । এটা কি করে হাতে তো খুব কম সময় । মাত্র ৪ দিন । এই অল্প
সময়ে এত আয়োজন করা সম্ভব না। আচ্ছা আপনারা বর যাত্রী কত জন আসবেন
---- ছেলে বলল সময় তাহলে বুধ বার করেন । ৭ দিন অনেক সময় । ছেলের বাবা
বলল ৭ দিন হলেই ভাল হয় । কারন ছেলের হাতে সময় কম । বিয়ে করে হয়ত
পনের দিন পরে লন্ডন যাবে । একমাস পড়ে আসবে ।
---- মামা বলল বর যাত্রী ব্যাপারটা । গেইট ধরা । ছেলের আর কো দাবী আছে কিনা
---- ছেলে বলল আর দাবী মানে মামা ?
----- মামা বলল আমরা বিয়ে দেয়ার সময় ছেলে কিছু না চাইলেই বরং ছেলে বেশি
কিছু পায় । আর যদি দাবি থাকে তাহলে সেটা খোলা মেলা আলোচনা করা ভাল।
---- ছেলে বলল মামা পরিষ্কার না। ভাল করে বলুন ।
মেয়ে পাশের ঘর থেকে আলোচনা শুনছে । সবাই তাদের খাবার দাবার নিয়ে ব্যস্ত হচ্ছে ।মামা বলল -
---- আমরা মেয়ের চাচাত বোন কে বিয়ের সময় ছেলে ফার্নিচারের বদলে একটা মটর
সাইকেল আর টি ভি ফ্রিজ দিয়েছি । কারন ছেলের ঘরে আগের ফার্নিচার ছিল।
---- ছেলে বলল সরি মামা আমার কিছুই লাগবে না । মেয়ে কে যেন তার বাবা একটা
আল কুরান আর ৪ টা হাদিসের বই আর মেয়ের মা যেন একটা নমাজের
জায়নামাজ দিয়ে দেয় ।
---- এটা কোন কথা হল বাবা তুমি তো মেয়েকে ছয় ভরি স্বর্ণ আর নগদ এক লক্ষ
টাকা টাকা দিবে ।
---- ছেলে বলল এটা তার হক পাওনা । সেটা তার সম্পদ । সে চাইলে সেই স্বর্ণ আর
টাকা তার বাবা কে মা কে বা যে কাউকে দিয়ে দিতে পারে । তাতে আমার কোন
অধিকার নাই । আমাকে দোয়া দিলেই হবে । আমার জন্য যেন কোন কিছু কেনা
কাঁটা বা সালামি না দেয়া হয় । কারন আমি বিয়ে বাবদ কিছুই গ্রহন করব না।
----- মামা বলল সমাজ কি বলবে ?
----- ছেলে আবার বলল মামা আমি সমাজ কে বদলাতেই চাই ।
------ ঠিক আছে বর যাত্রী কত জন আসবে ?
------ মামা আমার বর যাত্রী আসবে তিন শত জন ।
------ বলেন কি এত মানুষ ?
------ ছেলে বলল হ্যা । কারন আমার বংশ অনেক বর আমি কাউকে না রেখে আসতে
পারব না।
------ তাহলে তো মুশকিল ?
------- ছেলে বলল মামা আমি একটু মেয়ের বাবার সাথে কথা বলতে চাই ।
------- ঠিক আছে ! এই তো মেয়ের বাবা কি বলবে বলেন ?
------ ছেলে সালাম দিয়ে বলল । একটা সর্ত না মানলে আমি এই বিয়ে
করতে পারব না।
------ মেয়ের মামা বলে আবার কি সর্ত ।
----- ছেলে বলতে লাগলো এই বিয়েতে আমার তিনশত বরযাত্রী আসবে তাদের সকল
খাবার খরচ আমি প্রধান করিব । সাথে আপনার মেহেমান যারা আসবে তাদের
খাবার খরচ আমি দিব । বিয়েতে কারো কাছ থেকে কোন উপহার বা সালামি
গ্রহন করিবেন না। সবাই কে দোয়া করতে বলবেন । রান্নার জন্য বাবুর্চি আর
আমি পাঠাব । গেইট বাবদ পঁচিশ হাজার টাকা দেয়া হবে । আজ আমি নগদ এই
খানে তিন লক্ষ টাকা খাবার বাবদ দিয়ে যাচ্ছি বাকিটা আমার ছোট মামা কাল
কে নিয়ে আসবে কত খরচ আমাকে বললেই হবে । টাকাটা মেয়ের বাবার
হতে দেয় । ছেলে বলে আমি লন্ডনের নাগরিক মেয়ে আশা করি
ছয় মাসের মধ্যে লন্ডন যাবে । মেয়ে লিখা পড়া ও চাকুরী করতে পারবে ।
তার বেতন থেকে সে আপনাদের খরচ দিতে পারবে ।
সাত দিন পড়ে বিয়ে হয়ে যায় মেয়ের । ছেলে কবুল বলার আগেই মেয়ে কে টাকা ও
গহনা দিয়ে দেয় । সারা গ্রামে সবার কাছে সেই ছেলে হয় যায় খুবেই
সম্মানী । এমন কি গ্রামের সাধারন মানুষ তাকে খুবেই সম্মান করে । মেয়ে লন্ডন যেয়ে
এক বছর সময় লেগে যায় । যে দিন মেয়ে কে নিয়ে লন্ডন যাবে তার এক সপ্তাহ আগে
সে স্ত্রী নিয়ে শ্বশুর বাড়িতে আসে । শুধু জামাই দেখার জন্য যে কত মানুষ আসে
তা বলে শেষ করা যাবে না। ঐ মেয়ের অন্য দুই বোন কে বিয়ে দিতে কোন টাকা
লাগে নাই । আজ পর্যন্ত তারা ভাল আছে ।
তাদের সম্মানে আমি তাদের নাম বললাম না।।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৩