অদ্ভুত ব্যাপার কি জানো? যখন তোমার আর আমার মনোমালিন্য হয় তখন ই আমার লিখতে ইচ্ছা করে।
কেননা ভয় করে, ভালবাসাগুলোকে মুখের ভাষায় ব্যক্ত করতে গিয়ে যদি ভুলচুক কিছু হয়ে যায়?
যদি তাৎক্ষনিক শব্দ খুজে না পেয়ে ভুলভাল কিছু বলে দেই!!!
যদি মুখের বাণে আঘাতপ্রাপ্ত হয়ে নেতিয়ে পড়ো তুমি!! আবারো!
আজকাল শব্দ খুঁজে পাইনা, বাংলা ভাষার এই বিশাল শব্দভান্ডার। অথচ খুঁজে পাইনা যথাযথ কোনরূপ শব্দ যা কিনা ব্যক্ত করতে পারবে এ মনের উত্তালতা।
হাজার হাজার লাইন লিখেও শেষ করা যাবেনা মনের অনুতপ্ততাকে।
বিষাদ? দুঃখ? ভয়? বেদনা? কি নাম দিবো একে?
নতুন কলমে লিখতে এসেও ডায়েরীর পাতা সাদা হয়ে অপেক্ষমান একটি শব্দ রচনা হবে এই আশায়।
কিন্তু আজ আমি এতটাই স্তব্ধ কলমের কালিও দিতে পারছেনা আমাকে বাকশক্তি।
আমি কিভাবে তোমায় বোঝাবো তুমি বলো
কোন ভাষার শরণাগত হবো তোমাকে ফিরে পেতে হলে?
যা-ই লিখতে যাই না কেন ফিকে মনে হয় আমার অনুতপ্ততার কাছে,
তীক্ষ্ণ একটি শব্দ কিংবা অশ্রুমিশ্রিত একটি লাইন যাতে আক্ষেপ থাকবে বিশ ভাগ, অপরাধবোধ থাকবে ত্রিশ ভাগ, আর অনুতপ্ততা থাকবে চল্লিশ ভাগ।
এমন কোন লাইন লিখে দিতে পারলে কি মেনে নিবে তুমি আমার অনুতাপ?
পুনরায় ভালবাসতে পারবে আমাকে?
আবার ভালবাসতে দিবে আমাকে?