"Time & Tide wait for none" ছোট বেলায় Value of Time রচনা লিখতে গিয়ে পড়া অমোঘ সত্য! সময় ছুটে চলছে অবিরাম, নিঃসংকোচ, নির্লিপ্ত। সময়ের এই নিরন্তর ছুটে চলার গতিতে জীবনের খাতা থেকে হারিয়ে গেল আরেকটি বছর। নানা অর্জন ও বিসর্জন, প্রাপ্তি ও অপ্রাপ্তির মিশ্র ইতিহাস রেখে চলে গেল ২০১৫। যাই হোক সকল অপ্রাপ্তির হিসেব শিকোয় তুলে রেখে চলুন দেখে নেই ২০১৫ সালে কেমন ছিল আমাদের প্রিয় ভার্চুয়াল জগৎ সামহয়্যারইন ব্লগ।
রাজনীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি, অর্থনীতি, কবিতা, গল্প, রম্য, ভ্রমণকথা, ছবি ব্লগ, আঁকিবুকি, হৃদকথন সব মিলিয়ে ২০১৫ সাল নতুন পুরাতন ব্লগারদের পদচারণায় মুখরিত ছিল সামুর বর্ণিল ভুবন। ২০১৪ সালের গোড়ার দিকে কর্মব্যস্ততা ও নানা কারণে অভিমানী কিংবা অনিবার্য শীত ঘুমে চলে যাওয়া অনেক তুখোড় ব্লগার আবার ফিরে এসেছন স্বরূপে। গোটা বছর সামুর পর্দা ছিল পরিচ্ছন্ন এবং অনাকাংখিত ক্যাচাল,অশ্লীলতা ও হিংসা বিদ্ধেষ মুক্ত।
□ এক নজরে সামু-২০১৫
২০১৫ সাল জুড়ে -
> সামুতে সর্বমোট পোষ্ট এসেছে ৬৩৩৩০ টি।
> সব পোষ্ট মিলিয়ে ব্লগারগন মোট কমেন্ট করেছেন ৩৪৪১৭৪ টি
> মোট ১৪৩৯৩ জন নতুন ব্লগার সামুতে নতুন করে নিবন্ধিত হয়েছেন।
> ১০ই মে, ২০১৫ রবিবার থেকে সামহোয়্যারইন ব্লগে নতুন ভার্সনটি চালু হয়।
> ১৭ আপ্রিল ২০১৫ তারিখে সামুর ব্লগার মাঈনউদ্দিন মইনুল-এর ব্লগ "আওয়াজ দিয়ে যাই" ডয়েছে ভেলের দ্যা ববস প্রতিযোগীতার জন্য মনোনীত হয়।
> ২০১৫ সালের প্রথম পোষ্ট " ব্লগার আবদুল্লাহ আল আমিন এর মরীচীকার পিছে পিছে তৃষ্ণাতপ্ত প্রহর কেটেছে মিছে
> ২০১৫ তে সর্বোচ্চ মন্তব্য পেয়েছে ব্লগার শায়মার পোষ্ট এক ঝাঁক জিনিয়াস নিউ জেনারেশন অব আওয়ার ব্লগ
□ ২০১৫ একুশের বইমেলায় ব্লগারদের বই
২১'শে বইমেলা ২০১৫ তে বেশ কয়েকজন সামু ব্লগারের বই বের হয়েছে। দেখে নেয়া যাক তার কিছু-
ব্লগার পরিবেশ বন্ধু বই: মেঘ বালিকার দেশে
ব্লগার নিথর শ্রাবণ শিহাব বই: অমিয়েত্রা
ব্লগার মাহী ফ্লোরা বই: ম্যাচবাকসো
ব্লগার সাবরিনা খান ছন্দা বই: রূপাকে নিয়ে
ব্লগার মাটির ময়না বই: ওয়ালেট
ব্লগার শেষ রাতের আঁধার(রিয়াদ) বই: টুকরো ছায়া টুকরো মায়া
ব্লগার শায়মা বই: হৃদয়ে বাংলাদেশ
ব্লগার অনুপম অনুষঙ্গ বই: বাংলা উপন্যাসে নারী
ব্লগার ভাঙ্গা ডানার পাখি বই: ইনটেনসিটি
ব্লগার আদনান সৈয়দ বই: আমেরিকানামা
ব্লগার জুলিয়ান সিদ্দিকী বই: বিশ্বাসের দহন ও অন্যান্য গল্প
ব্লগার সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বই: অসম্পর্কের ঋণ
ব্লগার সাদাত হোসাইন বই: আরশিনগর
ব্লগার নষ্টালজিক বই: কবির তখন সওদাগরি মন
ব্লগার সাবরিনা সিরাজী তিতির বই: সত্যি মুখোশ মিথ্যে মুখোশ
ব্লগার সুফিয়া বই: নেপাল টু সংযুক্ত আরব আমিরাত
এছাড়া আরো অনেকের বই বের হয়েছে
□ ইভেন্ট- ব্লগ ডে লেখা প্রতিযোগীতা
এই বছর বাংলা কমিউনিটি ব্লগ তার দশম বছরে পা দেওয়া উপলক্ষে সামহোয়্যারইন ব্লগের উদ্যোগে ব্লগারদের অংশগ্রহনে একটি লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। চলুন বিচারকদের দৃষ্টিতে সেরা লেখাগুলো তালিকাগুলো দেখে নেই-
ক) ছোট গল্প
অবতংস, ব্লগার মিশু মিলন
পারাপার, ব্লগার পুলহ
মুকুলিমা, ব্লগার সকাল রয়
ডিঙ্গি নৌকা, ব্লগার এস এম পাশা
খ) ছড়া / কবিতা
পুনঃপ্রচারিত মধ্যাকর্ষণ, ব্লগার ফকির ইলিয়াস
সেটা ছিল চোরাবালি-ভুল সৈকত, ব্লগার কিরমানী লিটন
মানুষ, ব্লগার সুলতানা রহমান
গ) ফিচার
অচল পালকির গান, ব্লগার মনযূরুল হক
জলের দেশে, মাছের দেশে, ব্লগার পলক শাহরিয়ার
সাইবার হুমকিতে বাংলাদেশ, প্রতি ৪টি ফোনের ১টি ভাইরাসাক্রান্ত, ব্লগার টেক সমাধান
মুক্তি সংগ্রামের অম্লান স্মৃতি, ব্লগার ফজলুর রহীম সরকার
□ এবার দেখা যাক ব্লগারদের কিছু ব্যাক্তিগত খতিয়ান
অগ্র পথিক চলরে চল:
কালের বিবর্তনে অনেক অগ্রজ ব্লগার হারিয়ে গেলেও অনেকে ছিলেন গোটা বছর জুড়ে সামুর নিবেদিত প্রাণ। অগ্রজ যারা তারা পথ দেখায়, ক্ষেত্র তৈরি করে, আর সেখানে নিজকে অবিস্কার করে নতুনরা। তাই অগ্রজের স্থান সবসময় সন্মানের জায়গায়। চলুন দেখে নিই কিছু অগ্রজ ব্লগারের ব্যাক্তিগত খতিয়ান:
হাসান মাহবুব
বরাবারের মত নিরবিচ্ছিন্ন ও দীর্ঘ সময় উপস্থিতির মাধ্যমে সরব ছিলেন জনপ্রিয় ব্লগার ও গল্পকার হাসান মাহবুব। নিজস্ব লিখালিখির ধারায় ২০১৫-তেও তিনি ছিলেন অপ্রতিরোধ্য। মূলত ম্যাজিক রিয়ালিজম নির্ভর চমকপ্রদ গল্প ও নতুন পুরাতন সকল শ্রেণীর ব্লগারদের পোষ্টে নিয়মিত মন্তব্য করে তিনি এই বছরেও ব্লগারদের হ্বদয়ে সেরাদের কাতারে অবস্থান করেছেন। বিগত বছরে তিনি মোট পোষ্ট করেছেন ২০ টি। ২০১৫ তে তার কয়েকটি উল্লেখযোগ্য পোষ্ট।
এক পাতা সিভিট
অপ্রতিসম
ক্রুয়েল এপ্রিল এবং স্বর্গের শিশুরা
ব্লগিংয়ে সাত বছর, অর্জন বিসর্জন এবং কিছু অনর্থক ব্লগরব্লগর
জুন
একের পর এক চমকপ্রদ ও সচিত্র ভ্রমণ কাহিনী পোষ্ট করে বিশ্ব বিচিত্রা সবার সামনে তুলে ধরে গোটা বছর জুড়ে ব্লগ ও ব্লগারদের হৃদয়ের মধ্যমনি ছিলেন অগ্রজ ব্লগার জুন। ব্লগারদের কাছে মডার্ন বতুতা উপাধী পাওয়া এই ব্লগার বছরময় ভ্রমন করেছেন বিশ্বের নানা প্রান্ত আর সেসব ভ্রমণের চুম্বক অংশ শেয়ার করেছেন ব্লগারদের সাথে।বিগত বছরে তিনি মোট পোষ্ট করেছেন ৩৬ টি। তার মধ্যে কয়েকটি উল্লেখ্যযোগ্য পোষ্ট-
ওহে বাদুড়, তুমি কেন উল্টোবাগে ঝুলো ? (লাওস দেশের একটি উপকথা)
লেক ইনলে (ছবি আর কথকতা ) বার্মা নিয়ে শেষ পর্ব
বাইক ফর ড্যাড ----এক রাজার/বাবার প্রতি এক রাজপুত্র তথা পুরো দেশবাসীর ভালোবাসার গল্প
হাজারো মৃতের করুন দীর্ঘশ্বাসে ভারী হয়ে ওঠা ক্যম্বোডিয়ার চুয়েং এক বধ্যভুমিতে এক বেলা ( ছবি ব্লগ)
মাঈন উদ্দিন মইনুল
ব্লগের মূল স্রোত ধারায় সারা বছর একটিভ ছিলেন বিচক্ষণ ব্লগার মাঈন উদ্দিন মইনুল। মুক্ত আলোচনা, ফিচার সহ নানরকম তথ্য ও উপাত্ত ভিত্তিক পোষ্ট করে তিনি সমৃদ্ধ করেছেন সামুর পথ চলা কে। পেয়েছেন ব্যাপক পাঠক প্রিয়তা। তিনি ২০১৫-তে মোট পোষ্ট করেছেন ১৮টি। যার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পোষ্ট-
বিদ্যালয় আমারে শিক্ষিত হতে দিলো না...
::: ব্লগের বিশালত্ব - ব্লগ ব্লগিং ও ব্লগার সম্পর্কে এক্সপার্টদের ৩৯ উক্তি :::
চলছে বাণিজ্যিক শোষণ! রিভিউ লেখুন, মুনাফাখোরদের আগ্রাসন থেকে অসহায় ভোক্তাকে মুক্তি দিন...
লেখার ‘মুড’ না থাকলে আপনি কী করেন/করবেন? লেখকের মনস্তাত্ত্বিক দেয়াল ভাঙার উপায়...
কান্ডারী অথর্ব
বছরের প্রথম দিকে শীত ঘুমে কাটিয়েছেন অলরাউন্ড ব্লগার কান্ডারী অথর্ব। তবে আশার কথা হল বছরের মাঝামাঝি সময়ে তিনি আবারো ফিরে এসেছেন তার পুরোণো ফর্ম ও জনপ্রিয়তায়। বাকিটা সময়গল্প কবিতা, ফিচার ও মিনি নিবন্ধ এবং ব্লগীয় মিথস্ক্রিয়ায় সরব ছিলেন অতীতের মত। ২০১৫ তে তিনি সর্বমোট পোষ্ট করেছেন ২৭ টি; তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পোষ্ট-
অবহেলিত এক আইনের ফোঁকরে ক্ষতিকারক প্লাস্টিক ব্যাগ
এলো মেঘনায় জোয়ারের বেলা এখনি নামিবে ঢল
বার্মিজ মার্কেট নয় চাই দেশীয় পণ্যের সমাহার
অমরত্বের সন্ধানে
নতুন
বছর জুড়ে নানা রকম তথ্যবহুল ও বৈচিত্রময় বিষয় নিয়ে আলোচনা ও বিশ্লেষনমূলক পোষট নিয়ে বছর জুড়ে একটিভ ব্লগিং করেছেন মোষ্ট সিনিয়র ব্লগার নতুন। ব্লগিং মিতষ্ক্রিয়ায়ও ছিলেন মোটামুটি সচল। ২০১৫ সালে তিনি মোট পোষ্ট করেছেন ২০ টি; যার মধ্যে উল্লেখযোগ্য পোষ্ট-
২০১৫ সাল_ মৃত্যুর পরে দেহ সংরক্ষন_অমরত্বের চেস্ট_Cryonics_আধুনিক মমি!!!
নিরাপদ খাবার_ ফুড সেফটি_ food safety_ ০১
জ্বীনে ধরা ? অশুভ আত্না ? শয়তানের আছর?_বিভিন্ন দেশের ভুত ছাড়ানো>> আমাদের কুসংস্কার
কুমারী মাতার সন্তান ধারন_ ধমী`য় বিশ্বাস এবং parthenogenesis এর বিজ্ঞান
রেজা ঘটক
দেশ বিদেশের রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে সারা বছর ব্যাপি মুক্ত আলোচনা ভিত্তিক পোষ্ট করেছেন অগ্রজ ব্লগার রেজা ঘটক। কিন্তু তিনি অজ্ঞাত কারণে ব্লগিং মিথস্ক্রিয়ায় ছিলেন নিস্প্রভ। যে কারণে তার বেশ কিছু চমৎকার পোষ্ট এড়িয়ে গেছে পাঠক মনোযোগ। ২০১৫সালে তিনি মোট পোষ্ট করেছেন ১৯৭ টি; যার মধ্যে উল্লেখযোগ্য কিছু পোষ্ট
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একান্ত সাক্ষাৎকার (পর্ব-১) !!!
রুশ ভাষার সাহিত্যের প্রতি সুইডিশ একাডেমির রাজনৈতিক দৃষ্টিভঙ্গি: সাহিত্যে নোবেল পুরস্কারের কলংকিত অধ্যায় !!!
গাইবান্ধায় সাংসদ লিটনের গুলিতে শিশু সৌরভ গুলিবিদ্ধ: বাংলাদেশে সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ!!!
প্রসঙ্গ ভ্যাট এবং ভ্যাটের খপ্পরে ভোক্তার পকেট কাঁটার নানান অনুসঙ্গ
আরজুপনি
মূলধারার লিখালিখি এবং রকমারী বিষয়ে বিশ্লেষনাত্মক লিখার জন্য বিখ্যাত ব্লগার আরজুপনি ২০১৫ সালেও ছিলেম মোটামুটি সচল। অন্যদের লিখায় গঠনমূলক মন্তব্যের জন্য বেশ সমাদৃত। ২০১৫ সালে তিনি মোট পোষ্ট করেছেন ১৫ টি; যার মধ্যে উলে্লেখযোগ্য-
অস্থিরতা কমিয়ে ফেলুন নিজেই...♣
♣বানান সতর্কতা : সচেতনতা চলুক বছরব্যাপী♣
♣অবদমিত অভিমান-পরের কথা♣
বিজ্ঞাপনে নারী : সেন্টিমেন্ট বাণিজ্য♣
সোনাবীজ, অথবা ধুলাবালি ছাই
সারা বছর গল্প, কবিতা, ফিচার ও মুক্ত আলোচনায় মুখর ছিলেন অগ্রজ ব্লগার সোনাবীজ, অথবা ধুলাবালি ছাই। বেশ জনপ্রিয় এই ব্লগার ২০১৫ তেও ধরে রেখেছেন তার পাঠক প্রিয়তা। তিনি মোট পোষ্ট দিয়েছেন ৩২ টি: তার মধ্যে কয়েকটি উল্লেখ যোগ্য পোষ্ট-
মুক্তচিন্তা, মুক্ত আলোচনা, সাম্প্রদায়িকতা এবং ধর্মান্ধতা ও কট্টরপন্থি নাস্তিকতা : প্রেক্ষাপট – অভিজিৎ রায়ের হত্যা; আমাদের করণীয়
পহেলা বৈশাখ – আমাদের আসল খাদ্যসংস্কৃতি বনাম কৃত্রিম ইলিশ-সংস্কৃতি : ব্লগার ও ফেইসবুকারদের মতামত ভিত্তিক সমীক্ষা
একটা কবিতার গোড়াপত্তন
ছুটি
বিদ্রোহী ভৃগু
রাজনৈতিক ও সামাজিক নানা ইস্যুতে বছরজুড়ে লিখালিখি করেছেন জনপ্রিয় ব্লগার বিদ্রোহী ভৃগু। ছিলেন গনতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে সোচ্চার। ২০১৫ সালে তিনি মোট পোষ্ট করেছেন ৫৮ টি।; তার মধ্যে উল্লেখযোগ্য পোষ্ট-
বিদ্যুৎ ও জ্বালানি খাত : আত্মঘাতী নীতির কারণে হাজারো কোটি টাকা লোপাট
রাখাল বালকের গল্প আমাদের জঙ্গীবাদ তত্ত্ব আর বাংলার আকাশে দূর্যোগের ঘনঘটা!
আমাদের দেশে কবে সেই ছেলে হবে? সত্যটাকে সত্য সাহসে অনায়াসে বলবে!!!!! কুলদীপ নায়ারের বিশ্লেষন ও আমাদের নপুংষকতা!
সিটি নির্বাচন! ইসির নগ্ন পক্ষপাত! বিরোধীদের উপর হামলা! জনরায় কি উপেক্ষিতই থাকবে?
আহমেদ জি এস
ভ্রমণ কথা, কবিতা, রম্য, ফিচার- সবসাচী অবদানে সারাবছর বর্ণীল ছিল সকলের প্রিয় ব্লগার আহমেদ জি এস- এর ভূবন। সহ ব্লগারদের পোষ্টে আন্তরিক ও উৎসাহ ব্যাঞ্জক মন্তব্যের মাধ্যমে তৈরি করে নিয়েছেন তার নিজস্ব স্থান। ২০১৫ তে তিনি পোষ্ট করেছেন ২৩ টি; তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পোষ্ট-
ইমিউনিটির সাথে টিউনিং........
একালীয় গণতান্ত্রিক চরিত্রের স্বরূপ....
“HR” মানেই “ High Risk”
শীত তুমি কি, বড় জানতে ইচ্ছে করে .......
ফকির ইলিয়াস
কবিতা সাথে নাগরিক সাংবাদিকতা সব মিলিয়ে গোটা ২০১৫ সালে শব্দমুখর ছিলেন প্রবাসের বুকে স্বদেশ কে বুকে ধারণ করা কবি ব্লগার ফকির ইলিয়াস। কবিতার পাশাপাশি তিনি যুদ্ধাপরাধের বিচার সহ জাতীয় রাজনীতির নানা ইস্যু নিয়ে সরব ছিলেন। ২০১৫ সালে টিনি মোট পোষ্ট করেছেন ৭৬ টি; যার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পোষ্ট হল-
ধর্মীয় স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ
বঙ্গবন্ধুর একক শক্তি ও রাজনৈতিক প্রজ্ঞা
আমরা যদি সকল বর্বরতার প্রতিপক্ষ হতে না পারি
অসমাপ্ত মুক্তিযুদ্ধ ও প্রজন্মের আত্মপ্রত্যয়
নীলসাধু
গল্প, কবিতা ও নানা সামাজিক কাজের প্রতিবেদনমূলক পোষ্ট ও মন্তব্য-প্রতিমন্তব্য দিয়ে সারা বছরই সচল ছিলেন সিনিয়র ও জননন্দিত ব্লগার নীলসাধু। তিনি মোট পোষ্ট করেছেন ২৯ টি: তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পোষ্ট-
কপিলা।
এ জগত আসলে মায়ারই খেলা!
#কূর্চি_পাখি
বারোয়ারি আকাশে বালিহাঁস উড়ে যায়!
শায়মা
চঞ্চল মনা ও প্রসন্ন হৃদয়ের অধিকারিণী ব্লগার শায়মা এই বছরও ছিলেন জনপ্রিয়তার এভারেষ্ট চুড়ায়। ব্লগিং মিথস্ক্রিয়ায় তিনি ছাড়িয়ে গেছেন সবাইকে। মূলত নানা বিষয় কেন্দ্রিক ফিচার ও সংকলন পোষ্ট এবং নতুন পুরাতন সকল ব্লগারদের সাথে নান্দনিক সম্পর্ক ম্যানটেইনের মাধ্যমে তিনি পেয়েছেন ব্যাপক পাঠক প্রিয়তা। সারা বছর তিনি পোষ্ট করেছেন ১৫ টি; যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পোষ্ট-
আমার অপ্সরাবেলার হারিয়ে যাওয়া প্রিয় মানুষেরা.....
আনারকলি ও তীতুমীরের সংসার - একটি কাব্যনাট্য
ধ্রুপদী নৃত্যের রকমফের ও সাজসজ্জার তত্বকথা
এক ঝাঁক জিনিয়াস নিউ জেনারেশন অব আওয়ার ব্লগ
অগ্নি সারথি
মূল ধারার ব্লগিং-এর আরেক নাম ব্লগার অগ্নি সারথি। ২০১৫ সালের প্রথম কোয়ার্টারে নিষ্ক্রিয় থাকলেও জুলাই মাস থেকে ব্লগে বিচরণ করেছেন সাবলীল ভাবে। এই সময় তিনি উপহার দিয়েছেন বেশ কিছু চমৎকার পোষ্ট। যেগুলোতে উঠে এসেছে সমকালীন রাষ্ট্র, সমাজ ও জীবনের নানা দিক এবং ইতিহাস -ঐতিহ্যের নানা খবর। এই বছর তিনি পোষ্ট করেছেন মোট ৩৪ টি; যার মধ্যে উল্লেখযোগ্য কিছু পোষ্ট-
মোঘল ইতিহাস-ঐতিহ্য, স্থাপত্য আর সৌন্দর্যের প্রতীক বহন করে চলা খান বাহাদুর সালামতুল্লাহ মসজিদ
ভিটাভাঙ্গা, সর্বাপেক্ষা দূর্যোগপ্রবন গ্রামটি থেকে ঘুরে এসে-২
সংখ্যালঘু' কিচ্ছ্বা। বাংলাদেশ এবং ভারত।
‘মুন্ডা’ জনগোষ্ঠীঃ শোষন-বঞ্চনা, 'অ-সংস্কার' আর লড়াই-সংগ্রামের কাহিনী (একসাথে পুরো সিরিজ)
আইনসিদ্ধ যৌনতাঃ প্রয়োজন নিবিড় সতর্কতা
অন্ধবিন্দু
সারা বছর নান্দনিক কিছু গল্প, কবিতা ও ফিচারে সমৃদ্ধ ছিল বিদগ্ধ ব্লগার অন্ধবিন্দু' র ব্লগ। সহ ব্লগারদের পোষ্টে বিশ্লেষানত্মক ও গঠনমূলক মন্তব্য করে তিনি সবার নজর কেড়েছেন ভিন্নভাবে। গুনী এই ব্লগার ২০১৫ তে মোট পোষ্ট করেছেন ১৫ টি; যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পোষ্ট-
ফাগুনের আগুন ত্রাসে
দ্যা মার্সান(২০১৫): লাল গ্রহে ধূঁ ধূঁ প্রাণ
হ্যান্স জিমারের সাইলেন্স সিম্ফনি
"কবি ও বৈজ্ঞানিক"
গিয়াস উদ্দিন লিটন
সারাবছর ধরে সুপার ডুপার একটিভ ছিলেন সকলের প্রিয় ব্লগার গিয়াস উদ্দিন লিটন।চমৎকারসব পোষ্ট করা এবং অন্য ব্লগারদের সাথে মিথস্করিয়ায় নিরলস এই ব্লগার ছিলেন পাঠক প্রিয়তার তুঙ্গে। বাংলাদেশী বংশদ্ভুত মেধাবী বিদেশীদের নিয়ে তিনি লিখেছেন প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন শীর্ষক এক অসাধারণ সিরিজ, যা পেয়েছে ব্যাপক পাঠকপ্রিয়তা। সারা বছর এই ব্লগার মোট পোষ্ট করেছেন ৫৭ টি; যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পোষ্ট-
সৌদি আরবের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক ড. মুহাম্মদ রেজাউল করিম
কৃত্রিম মানব ফুসফুসের উদ্ভাবক; জিনবিজ্ঞানী আয়েশা আরেফিন টুম্পা
মাদ্রাসা থেকে ফাজিল পাস মুসলিমা আক্তার এখন অস্ট্রেলিয়ায় ডুবুরিদের প্রশিক্ষক (গুণীজন; একের ভিতর পাঁচ)
মার্কিন যুদ্ধবিমান এফ-১ ও এফ-২ এর প্রধান ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ার ডঃ আব্দুস সাত্তার খান । (গুণীগন-একের ভিতর পাঁচ)
অপু তানভীর
নান্দনিক সব গল্প, মুভি রিভিউ, রম্য ও ব্লগ সংকলন মিলিয়ে সুপার একটিভ ছিলেন তরুণ ও জনপ্রিয় ব্লগার অপু তানভীর। তিনি মূলত গল্পকার। সারা বছর তিনি পোষ্ট করেছেন ১০১ টি; যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পোষ্ট-
গল্পঃ একজন ইভটিজার এবং একজন খুনী
গবেষণাধর্মী পোস্টঃ গার্লস এনক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজ (সকল পুরুষের অবশ্য পাঠ্য পোস্ট)
গল্পঃ ফেইক বয়ফ্রেন্ড
ছবি ব্লগঃ ভাল হৃদয়ের মানুষ
সুমন কর
গল্প, কবিতা ও ফান পোষ্ট, খেলা, ছবি /ভ্রমণপোষ্ট মিলিয়ে পুরা বছর মুখর ছিলেন ব্লগার সুমন কর। পোষ্টের পাশাপশি সহব্লারদের পোষ্টে মন্তব্য করার ক্ষেত্রেও তিনি ছিলেন সামনের কাতারে। ফলশ্রুতিতে হয়েছেন ব্যাপক পাঠক সমাদৃত। ২০১৫ তে তিনি পোষ্ট করেছেন মোট ২১ টি; যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পোষ্ট-
ছবি ব্লগ-০৩। রাঙ্গামাটি এবং বান্দরবান।
সামুর পরিবর্তিত ও সংশোধিত মন্ত্রী পরিষদ এবং ঈদ ফান পোস্ট
বিকল্প গণমাধ্যম হিসেবে বাংলা ব্লগ।
রেজওয়ান আলী তনিমা
গল্প, সমসাময়িক পর্যালোচনা, ভ্রমন কথা, মনোলগ ও মুক্তগদ্যের পোষ্ট এবং সহ ব্লগারদের লিখায় মন্তব্য ও প্রতিমন্তব্যের মাধ্যমে সারাবছর একটিভ ছিলেন পাঠকনন্দিত ব্লগার রেজওয়ান আলী তনিমা। ২০১৫ তে তিনি সর্বমোট পোষ্ট করেছেন ১৬ টি; যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পোষ্ট-
একটি সপ্তাহ , মৃত্যু ও আমরা
একজন 'নগণ্য' সৎ পুলিশের প্রতি ততোধিক নগণ্য শ্রদ্ধাঞ্জলি
বাংলা: সোনালি অতীত , ধূসর বর্তমান- ০২
অপর্ণা মম্ময়
সারাবছর একরকম চুপ থাকলেও বছরের শেষের দিকে পূর্নোদ্যমে ফিরে এসেছেন নন্দিত ব্লগার এবং মনশীল পাঠক ও গল্পকার অপর্ণা মম্ময়। এসেই তিনি উপহার দিয়েছেন নবনীতার ডায়েরী শীর্ষক গল্প যা কয়েকটি খন্ডে পোষ্ট প্রকাশিত হয়েছে এবং পেয়েছে দারুণ পাঠক প্রিয়তা। সারাবছর তিনি পোষ্ট করেছেন মোট ১২ টি।
স্বপ্ন বিষয়ক বিভ্রম
লেখকদ্বয়
বৃত্তবন্দী শূন্যতা এবং খরস্রোতা সে
পলাশ রহমান
সারা বছর ধরে সমকালীন নানা ইস্যুতে লিখালিখি করেছেন ব্লগার পলাশ রহমান। লিখেছেন বেশ কিছু বিশ্লেষনাত্মক পোষ্ট। কিন্তু ব্লগীয় মিথস্ক্রিয়ায় তিনি ছিলেন বেশ পিছিয়ে। যা কারণে তার গুরুত্বপূর্ন অনেক লিখা এড়িয়ে গেছে পাঠকের চোখ। ২০১৫ সালে তিনি মোট পোষ্ট করেছেন ২২টি; যার মধ্যে উল্লেখযোগ্য পোষ্ট-
ইতালির শ্রম বাজারে নিষিদ্ধ বাংলাদেশ
ইউনূস সাহেব কোথায় যান, কী করেন, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে কতটা মেশেন, সেসব খবর সংগ্রহ করে ঢাকার পাঠানোর নির্দেশ দেয়া ছিল উচ্চ মহল থেকে
এক্সপো মিলানোঃ প্রবাসীদের ব্যাপক ক্ষোভ (১)
প্রামাণিক
ছড়ায় ছড়ায় সারা বছর দূর্বার গতিতে ছুটেছেন সকলের প্রিয় ছড়া ব্লগার প্রামাণিক। তার ছড়ায় উঠে এসেছে সমসাময়িক সমাজের নানা অসংগতি ও অস্থীরতার ছবি। সহ ব্লগারদের পোষ্টে মন্তব্য প্রদানে তিনি ছিলেন সামনের কাতারে এবং পেয়েছেন ব্যাপক পাঠক সাড়া। সারা বছর তিনি মোট ২৫৮ টি পোষ্ট করেছেন; যার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পোষ্ট-
নারী নারীর শত্রু
লেডিস ফার্স্ট
ইলেকশনের দাদন
রোকসানা লেইস
ফিচার, কবিতা, মনোলগ ও সমাজ বাস্তবতার নিরিখে লিখালিখি মধ্যে দিয়ে সারাবছর সামুতে সক্রিয় ছিলেন ছিলেন ব্লগার রোকসানা লেইস। কিন্তু বছরজুড়ে সামুতে থাকলেও মন্তব্য- প্রতিমন্তব্যে তিনি ছিলেন বিমূর্ত। ২০১৫ তে তিনি মোট পোষ্ট করেছেন ২৭ টি। তার উল্লেখযোগ্য কয়েকটি পোষ্ট
স্বপ্নময় জীবনের মৃত্যু নেই
বদলে যায় জীবন বদলে যায় পৃথিবী এবার বদল হোক সুন্দরের পথে
রহস্যময় চুম্বক পাহাড়
লেখোয়াড়.
সারাবছর ধরে অল্প-বিস্তর লিখালিখিতে পুরোদমে সচল ছিলেন জনপ্রিয় ব্লগার লেখো্যাড়। বছরের শুরুর দিকে এসে পরিবির্তিত হয়েছে তার নিক। লেখো্যাড় থেকে লেখোয়াড়.। ব্লগীয় মিথস্ক্রিয়ায় তিনি ছিলেন বেশ সরব। ২০১৫ সালে তিনি মোট পোষ্ট করেছেন
১৩ টি।
প্রণয়-নীড়-শূণ্যতাবৃত্তান্ত
পূর্বরাগ-অনুরাগ-অভিসার-অভিমান
“শায়মা’র বিয়ে”- শুভ সংবাদ। সবাইকে খবরটা দেওয়া হলো, আশাকরি সবাই আসবেন
সেলিম আনোয়ার
সামহয়্যারইন ব্লগের অন্যতম কবি ব্লগারের নাম সেলিম আনোয়ার। কাব্যের মিশ্র স্বাদ ও প্রতিক্রিয়ায় এবং স্বার্থক ব্লগীয় মিথস্ক্রিয়ায় তিনি নিজের ঝুলিতে পুরেছেন ব্যাপক পাঠক প্রিয়তা। ২০১৫ সালেও বিরামহীন চলেছে তার কী বোর্ড এবং তিনি মোট পোষ্ট করেছেন ১৩২ টি; যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পোষ্ট-
আকাশলীনা ,অহংবোধ পদদলে ভালবাসার বিন্দু হয়ে যাও
অনুজ্ঞা
ব্যস্ততার খোঁপায় তব আয়েসের গোলাপ গুঁজে দিও
মোস্তফা কামাল পলাশ
বিশ্লেষনধর্মী মূলধারার ব্লগিং জন্য আরেক পরিচিত নাম মোস্তফা কামাল পলাশ। ইনিও বছরজুড়ে নানা সামাজিক ও রাজনৈতিক ও প্রাকৃতিক ইস্যু কেন্দ্রিক ব্লগিংয়ে মুখর ছিলেন। ব্লগিং মিথস্ক্রিয়ায়ও ছিলেন মোটামুটি সচল। ২০১৫ তে তিনি মোট পোষ্ট করেছেন ২৯ টি; যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পোষ্ট-
সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কলম ধরো; ব্যাংক লুট, সুন্দরবনের কথা ভুলে গিয়ে সরকারের স্তুতি করো
নেপালে প্রলয়ঙ্করী ভূমিকম্প সম্বন্ধে বৈজ্ঞানিকদের পূর্বাভাস ও বাংলাদেশের মানুষ ও সরকারের করনীয়
http://www.somewhereinblog.net/blog/mostofa_kamal/30018358
সুপান্থ সুরাহী
বছরের প্রথম ভাগ টানা বিরতি দিয়ে দ্বিতীয় ভাগে এসে অনবদ্য সব কবিতা, ছোট গল্প ও অন্যান্য আলোচনামূলক পোষ্ট মিলিয়ে সচল ছিলেন পাঠক প্রিয় ব্লগার সুপান্থ সুরাহী। এই সময় তিনি মোট ২০ টি পোষ্ট করেন; যার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পোষ্ট-
শূন্য দু’গুণে শূন্য ছোটগল্প
ক্রমপতনের গ্রাফিতি
আসছে বোরো মওসুম: শুরু হবে পানি সংকট
বোকা মানুষ বলতে চায়
এই ব্লগার মূলত পরিব্রাজক। ঘুরেছেন দেশ-বিদেশে আর সেসব দেখার আনন্দ শব্দের বুননে শেয়ার করেছেন ব্লগারদের সাথে। ফলে সারাবছর সামুতেও হেঁটেছেন নিরন্তর। তাছাড়া ছোটগল্প,কবিতা ও অন্যান্য বিষয়েও লিখেছেন এই জনপ্রিয় ব্লগার। ২০১৫ তে তিনি মোট পোষ্ট করেছেন ১০৪ টি; যার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পোষ্ট-
পুরাতন ঢাকার ইফতারের ইতিবৃত্ত
এক বিকেলে, রাঙামাটি রাজবন বৌদ্ধ বিহারে
সরকার মহাশয়, প্লিজ একটু ভ্যাট শেখাবেন! আমি একটু ভ্যাট শিখতে চাই
"দ্যা ব্যাড বেঞ্চারস" (ছোটগল্প)
একজন মনোযোগী পাঠকই পারে একজন সৃষ্টিশীল লেখকের উন্মেষ ঘটাতে
সকাল রয়
জনপ্রিয় কবি ও গল্পকার। অনবদ্য কবিতা ও গল্পের সমাহারে বছরময় মুখর ছিল তাঁর ব্লগ। ২০১৫ তে তিনি মোট পোষ্ট করেছেন ১৮ টি; যার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পোষ্ট-
গল্প: কিয়দংশ
♠ তুমি ছুঁয়ে ছিলে ♠
মুকুলিমা
মাহমুদ০০৭
বছরের প্রথমদিকে কিছুটা ঝিমিয়ে থাকলেও শেষের দিকে এসে পুরোদমে সচল হয়েছেন জনপ্রিয় গল্পকার ব্লগার মাহমুদ০০৭।কথা সাহিত্যের আদলে যাপিত জীবনের সুগভীর বোধ ফুটে উঠে তার গল্পে। ২০১৫ সালে তিনি মোট পোষ্ট করেছেন ৯ টি; যার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পোষ্ট-
গল্প - বেহুদা এক জীবনের বয়ান
বই রিভিউ - সৈয়দ মুজতবা আলীঃ প্রসঙ্গ,অপ্রসঙ্গ
গল্প - ভিখারিণী
নাজমুল হাসান মজুমদার
কবিতা ও মুভি রিভিউ লিখে সারাবছর ধরে বিচরণ করেছেন সামুতে। চমৎকার সব মুভি রিভিউ লিখে পেয়েছেন দারুণ পাঠক গ্রহনযোগ্যতা। ২০১৫ তে তিনি মোট পোষ্ট করেছেন ৫৪ টি; যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পোষ্ট-
বিজয়ের শুভেচ্ছা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ বিষয়ক ২৫ টি চলচ্চিত্র ! ! ! !
শব্দগুলো কথা বলে
ফ্রান্সের চলচ্চিত্র Train de Vie ( জীবনের ট্রেন ) যেখানে জীবন একটা ট্রেন !!!!
প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব সেলিম আল দ্বীন এর লেখা অবলম্বনে নির্মিত জীবন-মৃত্যুর দাঁড়ি টানা ভিন্নধারার এক চলচ্চিত্রঃ " চাকা
ডি মুন
সকলের প্রিয় কবি ব্লগার ডি মুন।নিয়মিত বিরতিতে সচল ছিলেন নান্দনিক কবিতা ও গল্প লিখে। লিখেছেন কয়েকটি অনুবাদ গল্পও। ২০১৫ তে তিনি মোট পোষ্ট করেছেন ১৭ টি। যার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পোষ্ট-
অনুবাদ গল্পঃ ব্রিজের পাশের বৃদ্ধ লোকটি
এখনো যুবক ... (কবিতা)
আনন্দ নেই (কবিতা)
অজ্ঞাত স্টেশন
মাহবুবুল আজাদ
কাব্যের সুষমায় পরিপূর্ণ ছিল কবি ব্লগার মাহবুবুল আজাদের ব্লগ। বছরের শেষের দিকে ঘুম ভেঙে লিখেছেন পাঠক নন্দিত সব কবিতা সাথে কিছু ভ্রমণ বিষয়ক ফিচার। ২০১৫ তে মোট পোষ্ট করেছেন ১১ টি; যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পোষ্ট-
চলুন ঘুরে আসিঃ Torres del Paine- চিলির এক অপার সৌন্দর্য
আমি অবাক কাকতাড়ুয়া হয়ে গেলাম, আর তুমি পাখিটা উড়ে গেলে
আঁচলের জলে ঘ্রাণ মেলেনা জোনাকি অস্তপ্রায়, কৃষ্ণ নিশি ডানার পাঁজরে মৌন বরষায়
একটুস খানি ছোঁয়া
এছাড়াও আরও অনেক পাঠক নন্দিত অগ্রজ ব্লগার ২০১৫ সালে জীবনের নানা ব্যাস্ততার ফাঁক গলে অল্প-বিস্তর আনাগোনায় সমৃদ্ধ করেছেন প্রিয় সামুর পথচলা কে। তাঁদের কয়েকজন হলেন-
সুলতানা শিরীন সাজি পোষ্ট- ব্লগ পরিবারের বন্ধু সাগর সরওয়ার, ১০৯৭ তম দিন আজ। আমরা এখনো অন্ধকারে।
সায়েম মুন পোষ্ট-সান্তনার ছল
মাহী ফ্লোরা পোষ্ট- হে কুয়াশা
সায়েদা সোহেলী পোষ্ট- যে গল্পের কোন নাম নেই ...... .গল্পের ছবি অথবা ছবিই গল্প
সমুদ্র কন্যা পোষ্ট- অনুভূতি নেই শুধু
প্রবাসী পাঠক পোষ্ট- পলাশী ব্যারাক আন্দোলন- বাংলা ভাষার জন্য রাজপথের প্রথম আন্দোলন।
এহসান সাবির পোষ্ট- বই চোর (মুভি রিভিউ)
স্নিগ্ধ শোভন পোষ্ট- ♣ এবারের বইমেলায় সামহোয়্যার ইন ব্লগের ব্লগারদের অপ্রকাশিতব্য বই
মৃদুল শ্রাবন পোষ্ট- প্রসঙ্গঃ জাতীয় পতাকার অবমাননা; তুমি অধ্ম বলিয়া আমি উত্তম হইবো না কেন?
মনিরা সুলতানা পোষ্ট- ধান শালিকের কদমফুলের সুরভিত জীবন
সুমন জেবা পোষ্ট- বাবা মানে প্রখর রোদে ছায়া দেয়া খুব উঁচু বটবৃক্ষ।
দি ফ্লাইং ডাচম্যান পোষ্ট- নেই ভাবনার ডিঙ্গি এবং আফ্রোদিতি...
দিশেহারা আমি পোষ্ট- আপনি কি মশার জ্বালায় অস্থির? আসুন, খুব সহজেই ঘরে বসেই মশার ঔষধ বানাই।]
১০৯৭ তম দিন আজ। আমরা এখনো অন্ধকারে।
আবু শাকিল পোষ্ট- সোস্যাল মিডিয়া এবং বন্ধুত্ব !
কল্লোল পথিক পোষ্ট- পরাজিত বীর
□ ঐ নতুনের কেতন উড়ে
নতুনের জয় কেতন উড়ে সর্বত্র। সামুতেও ঘটেনি তার ব্যতয়। সামুর ২০১৫ সাল ছিল নতুনদের বছর। বুড়োদের শীতঘুমের অবসরে চমৎকার লিখালিখি দিয়ে নিজেদের বিজয় কেতন উড়িয়েছে বেশ কয়েকজন ডাকসাইটে নবাগত ব্লগার। অগ্রজ ব্লগারদের সাথে পাল্লা দিয়ে কি বোর্ড চালিয়েছে এসব নবাগত শব্দ কারিগর। আসুন দেখে নিই বেশ কয়েকজন জনপ্রিয় নবাগত ব্লগারের ব্যাক্তিগত খতিয়ান:
শতদ্রু একটি নদী
নতুনদের কথা বলতে গেলে যে নামটি সবার আগে চলে আসে তিনি হলেন ব্লগার 'শতদ্রু একটি নদী' র নাম। অনবদ্য সব কবিতা আর নিবন্ধ লিখে তিনি স্থান করে নিয়েছেন পাঠক হৃদয়ে। মাত্র ১০ মাসের ব্লগিং জীবনে সহ ব্লগারদের পোষ্টে ৭০৮০ টি মন্তব্য করে ব্লগ ও ব্লগারদের প্রতি তার অসাধারণ প্রেম কে উৎসর্গ করেছেন অকৃপণভাবে।
কলমের কালি শেষ
" কলমের কালি শেষ" অসাধারণ প্রতিভার অধকারী একজন ব্লগার। ১ বছর ৬ মাসের ব্লগিং জীবনে ১১১টি পোষ্ট এবং তুমুল জনপ্রিয়তা কে নিজের করে নিয়ে তিনি দেখিয়েছেন একজন জাত লিখিয়ের নমুনা। নিরন্তর লিখে গেছেন চমৎকার সব কবিতা আর গল্প। ২০১৫ তে তিনি মোট পোষ্ট করেছেন ৫৬ টি; যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পোষ্ট-
অনুভবে আগুন্তুক । ( কবিতা )
সম্পর্ক, অথবা জীবন চক্র । (গল্প)
একটি লেখক কাহিনী । (গল্প)
আমি এখনো তোমার প্রেমে মাখি, রাত্রির চোখে দৃষ্টি দিয়েও...। ( কবিতা)
ভ্রমরের ডানা
নান্দনিক সব কবিতা ও ফিচার সমৃদ্ধ পোষ্ট নিয়ে সারা বছর ম্যারাথন ব্লগিং করেছেন আরেক জনপ্রিয় ব্লগার ভ্রমরের ডানা। সুখপাঠ্য কবিতা, মুভি রিভিউ ও ব্লগীয় মিথস্ক্রিয়ায় ইতমধ্যে তিনি স্থান পোক্ত করেছেন পাঠক হৃদয়ে।৯ মাসের ব্লগিং জীবনে তিনি পোষ্ট করেছেন ৪৪ টি; তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পোষ্ট-
ক্রীতদাস-৩ঃ বাস্তবতা,স্বপ্ন, উপলব্ধি ও এলিটা
জেগেছে বাংলাদেশ
http://www.somewhereinblog.net/blog/VromorerDana/30063703সামাজিক সমস্যা ও আমার ভাবনা-১ঃ অপসংস্কৃতি ও মিডিয়ার দায়বদ্ধতা
কিরমাণী লিটন
এলেন দেখলেন এবং জয় করলেন। তিনি সকলের প্রিয় ব্লগার 'কিরমানী লিটন'। মূলত কবি। কবিতার রন্ধ্রে রন্ধ্রে বিচরণ। আর সে বিচরণের ক্লান্তিহীন উল্লাস মাত্র ৪ মাসে সামুর প্রিয় জঠরে ৬৬ টি শব্দময় সন্তান। কিরমানী লিটনের কয়েকটি উল্লেখযোগ্য পোষ্ট-
“সেটা ছিল চোরাবালি-ভুল সৈকত”...
বাবার জন্য ভালোবাসা...
প্রেম অথবা দ্রোহ
নাম তার হেলেনা
গেম চেঞ্জার
২০১৫ সালের আরেক রকিং ব্লগারের নাম গেম চেঞ্জার। বর্নীল লিখালিখির রসদ নিয়ে ছুটেছেন রকেট গতিতে পেয়েছেন ঈর্ষনীয় জনপ্রিয়তা। কবিতা, ফিচার, গল্প, রম্য সব মিলিয়ে জমজমাট ছিল গেম চেঞ্জারের ব্লগ। ২০১৫ সালে তিনি মোট ৪১ টি পোষ্ট করেছেন; যার কয়েকটি উল্লেখযোগ্য পোষ্ট-
মুক্তমনা, মুক্তচিন্তা ও তৎসংক্রান্ত প্রহেলিকা এবং প্রেক্ষিত বাংলাদেশে
বাংলাদেশের সম্ভাবনা (একখানা রিভিউ)
নষ্ট হয়ে গেছি, পঁচে গেছি
♋ অ্যালেসিয়া বিভ্রম
সাহসী সন্তান
২০১৫ সালে সামুর আরেক প্রাপ্তি ব্লগার সাহসী সন্তান। তিনিও রকমারী লিখালিখি দিয়ে এলেন আর জয় করে নিলেন পাঠক হৃদয়। ২০১৫ সালে তিনি মোট পোষ্ট দিয়েছেন ২৬ টি; যার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পোষ্ট-
"বিজ্ঞানের এক ভয়াবহ আবিষ্কার 'পারমানবিক অস্ত্র'; যার বিভৎসতা আজও ছড়িয়ে আছে হিরোশিমা এবং নাগাসাকিতে"
ফটোগ্রাফির ইতিহাস, বিশ্বের প্রথম ফটোগ্রাফার এবং তৎসংশ্লিষ্ট পৃথিবী বিখ্যাত কিছু অসাধারন ছবি সহ আমার অঙ্কিত একটি মামুলী চিত্র!
তাস খেলার ইতিহাস এবং তৎসংশ্লিষ্ট কিছু মজার ম্যাজিক"
"বিজ্ঞান ও যুক্তির কষ্টিপাথরে ভবিষ্যদ্বাণী"
জনম দাসী
২০১৫ সালের শেষের দিকে এসে সামুর অন্যতম এক প্রাপ্তি ব্লগার জনমদাসী। এসেই তিনি কবিতার পসরা সাজিয়েছেন ব্লগ জুড়ে। ব্লগিং মিথস্ক্রিয়াও এগিয়ে গেলেন অনেক দুর। ২০১৫ তে মাত্র ১ মাসের ব্লগিং জীবনে মোট ৩১ টি পোষ্ট করেছেন; যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পোষ্ট-
' মাগো তোমার সাথে তোমার সন্তানকেও লক্ষ কোটি সালাম''
''চরণ ধূলো নিবো বলে''
''''মুক্তি''''
'যদিনা শুধু তুমি, না করিতে মানা''
দেবজ্যোতিকাজল
২০১৫ সালে সামু জয় করা ব্লগারদের মধ্যে একজন ব্লগার দেবজ্যোতিকাজল। দারুন সব কবিতায় তিনিও ছুটেছেন ম্যারাথন গতিতে।২০১৫ সালে মাত্র ১ মাসে তিনি পোষ্ট করেছেন ৬২ টি; যার মধ্যে উল্লেখযোগ্য হল-
আপনি এখন শাসক দল
ধর্ম আর মানুষ আলাদা
ভালবাসার গান
ধর্মের গোরু গাছে ওঠে
জেন রসি
২০১৫ সালে ব্লগ মাতিয়ে রাখা তুখোড় ব্লগারদের মধ্যে অন্যতম জনপ্রিয় নাম জেন রসি। এই ব্লগার ২০১৪ সালে ব্লগ জগতে পা রাখলেও খোলস ছেড়ে আসল রূপে আভির্ভূত হন ২০১৫ সালে। বিশেষ করে কবিতা লিখেছেন একের পর এক। তাছাড়া গল্প ও মুক্ত আলোচনার জগতেও হেঁটেছেন সাবলীল ভাবে। ব্লগিং মিথস্ক্রিয়ায় ছিলেন জনপ্রিয়তার তুঙ্গে। ২০১৫সালে তিনি মোট পোষ্ট করেছেন ৩৮ টি; যার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পোষ্ট-
গল্পঃ নির্লিপ্ত সময়
দুমুঠো সুখ, উদাসী ভোর, বিষাদসম......
নজরবন্দি বাজিকর
মার্ক্সবাদ, দ্বন্দ্বমূলক বস্তুবাদ এবং বিজ্ঞানঃ একটি তুলনামূলক পর্যালোচনা
আলোরিকা
২০১৫ সালে স্বল্প সময়ে সামু জয় করা ব্লগারদের মধ্যে আরেকটি উজ্জ্বল নাম ব্লগার আলোরিকা। কবিতা ও আলোচনারধর্মী পোষ্টে জমজামট ছিল তাঁর ব্লগ। ২০১৫ সালে তিনি মোট ২৪ টি পোষ্ট করেছেন; যার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পোষ্ট-
পত্রমিতা
আপণা মাংসে হরিণা বৈরী !
আপেক্ষিক তত্ত্ব
গুলশান কিবরিয়া
২০১৫ জুড়ে সামুতে বিচরণ করা আরেক পাঠকপ্রিয় ব্লগার গুলশান কিবরীয়া। কবিতা ও ভ্রমন কথা লিখেছেন তিনি নিরলস ভাবে। ব্লগিং মিথস্ক্রিয়ায়ও ছিলেন সচল। ২০১৫ সালে টিনি মোট পোষ্ট করেছেন ১৪ টি; যার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পোষ্ট-
খুঁজেও আমায় পেতে পারো সন্ধ্যা নদীর তীরে
কোথাও আমি নেই
ইউরোপে লং ড্রাইভ ।
জ্যোৎস্না ভেজা রাতে ছিলেম তোমার সাথে ।
রক্তিম দিগন্ত
২০১৫ সালে সামু কাঁপানো আরেক জনপ্রিয় ব্লগারের নাম রক্তিম দিগন্ত। গল্প, কবিতা, মুভি রিভিউ সব মিলিয়ে দূর্বার গতিতে চলেছে তার ব্লগিং ওয়াগন। ব্লগিং মিথস্ক্রিয়ায়ও ছিলেন পুরোপুরি সফল ২ মাসে দিয়েছেন ৪৬ টি পোষ্ট; যার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পোষ্ট-
অনুবাদ গল্পঃ Thirteen Years
অশনি শঙ্কা
অতি-দীর্ঘ গল্পঃ ফোরটুয়েন্টি'স পুরোটা একসাথে
কালোপাথর
সুলতানা রহমান
২০১৫ সালের পাঠক হৃদয় জয় করা ব্লগারদের মধ্যে অন্যতম নাম ব্লগার সুলতানা রহমান। এসেই তিনি কবিতার প্রগলভ জোয়ারে জয় করেছেন ব্লগারদের হৃদয়। ২০১৫ সালে টিনি মোট পোষ্ট করেছেন ১৫ টি; যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পোষ্ট-
শূন্যতা
মানুষ
একটা গ্রহ উপহার দিতে চাই
নগ্নতা আমায় বলেনি, আমিই সৌন্দর্য
উর্বি
২০১৫ সালের সামুর এক উজ্ঝ্বল নক্ষত্র ব্লগারের নাম উর্বি। ৮ মাস সময়টা খুব বেশী নয়। কিন্তু এই সময়ে উর্বি পোষ্ট করেছেন ১৭৭ টি।
মূলত নিজের আঁকাআঁকির ক্যানভাস শেয়ার করেছেন ব্লগারদে সাথে আর সেই সাথে নিজের ঝুলিতে পুরে নিয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। উর্বির কয়েকটি উল্লেখযোগ্য পোষ্ট-
Born to be alone (pencil sketch)
নেহা চরিত- ৫
নাগরিকায়ণ (স্কেচ)
একটা দু:খী ক্যানভাস -৩
বনমহুয়া
২০১৫ সালের ব্লগ মাতানো আরেক ব্লগার বনমহুয়া। মূলত কবিতার ছন্দে ছন্দে মাতিয়ে রেখেছেন ২ মাসের ব্লগ জীবন। লিখেছেন চমৎকার গল্পও। তিনি মোট ২০ টি পোষ্ট করেছেন; যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পোষ্ট-
তোমাকে
জায়া ও জননী
তোর বুক থেকে দুই হাত দিয়ে মুছে দেবো স্মৃতিগুলো
এই কবিতাটা তোকে নিয়ে লেখা
□ কত প্রজাপতি উড়েরে
এত এত নতুন ব্লগার ২০১৫ সালে সামুকে তাদের অবদানে ধন্য করেছেন যে তাদের সবার কথা লিখে শেষ করা যাবেনা। কিন্তু আমাকে যে পোষ্ট শেষ করতেই হবে। কাল অফিস আছেনা। সুতরাং সংক্ষেপে দেখে নিই ২০১৫ সালে সামুর বাগানে উড়ে বেড়ানো আরো অনেক নতুন প্রজাপতির নাম
কাবিল পোষ্ট- স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীনের ১০০ তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি (ছবি ব্লগ)
খেয়ালি দুপুরগুলোয় কিছু উড়োচিঠি পোষ্ট- মায়াবতী, মায়া বাড়িও না
রূপক বিধৌত সাধু পোষ্ট- অামাদের বাড়িতেও এক বোষ্টমী এসেছিলো
ফেরদৌসা রুহী পোষ্ট- প্রকৃতির বিস্ময় লাল বিচ
কেউ নেই বলে নয়
সেলিনা জাহান প্রিয়া পোষ্ট- হারিয়ে যেতে বসেছে হাতের ছোঁয়া চিঠি!
AmieeMisirAli পোষ্ট- কিছু কথা!! বিজয়ের মাসেই দৌড়ানি খায় জনগণ!!! তাও একটা ভিপিএন এর লাইগা!!!
নুরএমডিচৌধূরী পোষ্ট- সুহাসিনী মেয়ে
অভ্রনীল হৃদ্য় পোষ্ট- ক্র্যাকার - পরিমার্জিত গল্প
দিশেহারা রাজপূত্র পোষ্ট- তোমাকে বেঁচে দেব জোড়া শালিকের কাছে"
ডাঃ প্রকাশ চন্দ্র রায় পোষ্ট- জলহীন জলাশয়
আরণ্যক রাখাল পোষ্ট- নাসিরুদ্দিন খোজার গল্প- ব্লগ ভার্সন
রুদ্র জাহেদ পোষ্ট- প্রসঙ্গ পিরিয়ড:একটি দৈনন্দিন স্বাভাবিক আচরন!
আমি মাধবীলতা পোষ্ট- তোমাকেই তো...
নান্দনিক নন্দিনী পোষ্ট-প্রেমে পড়লেন তো হেরে গেলেন!
স্পর্শিয়া পোষ্ট- কোথায় পাবো তারে?
ধমনী পোষ্ট- জাতিকে গালাগাল করে নিজেকে মহৎ প্রমাণ করা যায় না
তানজির খান পোষ্ট- সহজ সরল দাবিনামা : আমার দেশ জঙ্গীদের হবে না
না আর নয়। ৩৬৫ দিন লিখলেও ব্লগারদের কীর্তি লিখে শেষ করা যাবেনা। উপরে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা ছাড়াও হাজার হাজার ব্লগার ২০১৫ সালে সামুতে বিচরণ করেছেন শব্দের ঝংকারে। উপরে যাদের নাম নেওয়া হয়েছে তাদের সাথে আমার ব্যাক্তিগত ও ফেইসবুকীয় কোন সম্পর্ক নাই। ২০১৫ সালে ব্লগে এক্টিভিটির উপর নাম গুলো উঠে এসেছে। ইচ্ছা থাকেলও সময়ের অভাবে সবাই কে নিয়ে লিখা সম্ভব হয়নি। কিডনীতে পাথর হয় তাই অনেকদিন বাদাম খাইনা। এই সুযোগে আমার স্মৃতি শক্তিও ভুলের দেশে বেড়াতে গেছে। তাই আমার তাৎক্ষনিক ভাবে মনে না পড়ার কারণেও অনেক সচল ব্লগারের নাম বাদ পড়ে গেছে হয়ত। যাদের নাম বাদ পড়ে গেছে তাদের কাছে ক্ষমা প্রার্থী। আসলে সবাই লিখে-সামুর জন্য লিখে-অনেক সুন্দর লিখে।
সবাই ভাল থাকবেন, সুন্দর থাকবেন। অন্যকে ভাল থাকতে সাহায্য করবেন। বেশী বেশী করে লিখবেন। আর কোত্থাও যাবেন না সামু ছেড়ে-
সবাই কে হ্যাপি নিউ ইয়ার ২০১৬।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৪