সে মার্কসবাদ পড়ে, আমি পড়ি তাকে,
সে শ্রেণী সংগ্রামের কথা বলে,
আমি বলি ভালোবাসার কথা।
সে শ্রেণীশত্রু খতমের কথা বলে,
আমি বলি আগে খতম করতে হবে আমাদের হৃদয়ের কাঠিন্যকে।
সে সশস্ত্র সংগ্রামের কথা বলে,
আমি বলি, যুদ্ধের প্রথম বোমাটা পড়ে ঠিক হৃদয়ের মাঝখানে
গুঁড়িয়ে দেয় সমস্ত মানবিক মূল্যবোধ!
সে দেখিয়ে দেয় রাশিয়া, গণচীন
আমি দেখিয়ে দেই কানাডা, সুইজারল্যান্ড, ডেনমার্কের নতুন দিন।
সে বিশ্বাস করে, বন্দুকের নলই সকল ক্ষমতার উৎস,
আমি বিশ্বাস করি, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ।
সে পাহাড় কেটে পথ করার কথা বলে,
আমি বলি, আগে চিনে নিতে হবে আমাদের হৃদয়ের পথটা।
সে অসম্ভব অবাস্তবের স্বপ্ন দেখে,
আমি দেখি ভীষণ সম্ভবের স্বপ্ন!
সে ভুল পথে চলে,
আমি স্বপ্ন দেখি তাকে আলো দেখানোর,
সে সমাজতন্ত্র বোঝে,
আমি বুঝি মানুষ,
সে দ্বিজেন, দেবীপ্রসাদ, গুয়েভারাকে চেনে,
আমি চিনি তাকে,
সে মার্কসবাদ পড়ে, আমি পড়ি তাকে!
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:০২