সেই কবে সপ্তমী,
বুমের সামনে তোমার ঠোঁটজোড়ার কম্পন
কাঁপন ধরিয়েছিল আমার হৃদয়েও,
ওই ঠোঁট আমার জীবনের পরম আরাধ্য,
কখনো কি ছুঁতে পারব আমি সেই উষ্ণতা?
সপ্তমী,
সেই দিন তুমি আমার হবে
যেদিন কলেজপড়ুয়া মেয়েটা বুঝবে
ঠাঁ ঠাঁ রোদ বা হাড় কাঁপানো শীতের ভিতর
কলেজগেটে তার জন্য অপেক্ষারত আর কেউ নয়
সে এক দেবদূত!
সপ্তমী,
সেইদিন তুমি আমার হবে
যেদিন ছটফটে তরুণীটি তার ভালোবাসার মানুষটিকে বলবে
'আমাকে তোমার গিফট দিতে হবে না,
তোমাকে গিফট আমি দেব!
আজকের ট্রিটের বিল
অর্ধেক আমার অর্ধেক তোমার!'
সপ্তমী,
সেইদিন তুমি আমার হবে
যেদিন একদা প্রেমে একনিষ্ঠ ছেলেটা বলবে না
'সিরিয়াস প্রেম করে কি হয়, সেটা তো দেখেছিস!
ন্যাড়া কি আর যায় বেলতলায়?'
বলবে সবাই মনের কূলে নোঙ্গর বাঁধতে
আস্তাকুঁড়ে যাবে 'বড়শিতে মাছ গেঁথে রাখা'র তত্ত্ব!
সপ্তমী,
সেইদিন তুমি আমার হবে
যেদিন প্রেমাষ্পদের ফুটো পয়সা নিয়ে
তামাশা করবে না আর কোনো নারী,
অর্থ-প্রতিপত্তি নয়, ভালোবাসার গভীরতা দিয়েই
ছেলেরা মূল্যায়িত হবে মেয়েদের কাছে,
আর হাতে হাত রেখে অবগাহন করবে জীবনের অনন্ত স্রোতে।
যেদিন আর কোনো নিবেদিত প্রেমপ্রত্যাশীকে বখাটে বলা হবে না
সপ্তমী, সেদিন তুমি আমার হবেই হবে!
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০২০ রাত ১১:১৫