• কি ক্ষতি যদি এভাবেই জীবন যায় চলে?
কিন্তু, তোমায় ভাবলেই যে স্বপ্নেরা পাখা মেলে!
• নেশা ধরানো ওই চোখে অমন করে তাকিও না আর
হরণ হয়ে যাব, খুন হয়ে যাব আমি লক্ষ-কোটিবার
তোমার ওই বাকা চোখের আহবান
করতে পারে কি প্রত্যাখ্যান, এই তুচ্ছ আমান!
• তুমি জানো না, ফেসবুক জানে,
বিবশ আমি চেয়ে রই কার ছবির পানে!
ফেসবুকে তোমায় করে রেখেছি 'সি ফাস্ট'
কতটা ভালোবাসি তোমায়, ভেবে দেখ জাস্ট!
• চোখওয়ালী, ফিরে এসেছি আমি।
নাম দিলাম তোমার 'নয়না'
দেখ, ভালো লাগে কিনা!
• অধরা,
আজও কারো না কারো কান্না হয়ে বৃষ্টি ঝড়ে শহরে
যান্ত্রিক বিষণ্নতায় কাতরে ওঠে মহাব্যস্ত মহাশয়েরা
বাউণ্ডুলে কবিকূল বৃথাই খুঁজে ফেরে কবিতার নগরী
তবুও, মানব-মানবী দুদণ্ড শান্তি পায় একে অপরের কাছে,
অথচ, কতটা ভালোবাসি তোমায়, আজও বলা হলো না!
• তোমায় ভালোবাসতে পারা
সে তো নয় মুখের কথা!
আমার মতো কে আর লিখবে
তোমায় নিয়ে এতসব কবিতা?
• জেনে রেখো তুমি,
তোমার জন্য আমি দিনকে করতে পারি রাত
বামন হয়ে বাড়াতে পারি চাঁদের দিকে হাত!
• দারুণ মজে গিয়েছি তোমাতে, ওগো চোখওয়ালী
করে দিও না আমায় কভু নিঃস্ব, খালি!
• একবার তুমি 'হ্যাঁ' বলো
দেখ, চারিপাশে কত আলো!
• ডুবেছি আমি তোমার চোখের অনন্ত অম্বরে,
ঠাঁই কি একটু দেবে আমায় তোমারই অন্তরে!
• হ্যাঁ, তবে এ শহরে বাস করুক দুঃখরাই,
চাই না হাঁটতে সে পথে, যে পথে তুমি নাই!
• তোমার চোখে অতলান্তিক সাগর, গভীর খুব
ডুবব ওতেই আমি, দেব ডুব!
• তোমার মতো এমন নিষ্পাপ কিন্তু বুদ্ধিদীপ্ত ও নেশা ধরানো চোখ আর কার আছে, মেয়ে?
"চোখ তো নয় যেন আকাশের বুকে চাঁদ আঁকা
জেনো, আমার ভালোবাসা শুধু তোমার জন্য রাখা,
কার আছে এমন দুটো নেশা ধরানো চোখ?
আমার ভালোবাসা স্রেফ তোমারই হোক!"
• ও ডাক্তার,
জানি না, বাঁচি কি মরি,
দিনে ও রাতে, বারে বার
আপনি যে করছেন আমার ওপেন হার্ট সার্জারি!
• তুমি অলরাউ্ন্ডার, আমিও অলরাউন্ডার,
এসো খেলি প্রেম-প্রেম খেলা সারাটি জীবন ভর!
• একটুও করছি না ভান,
জান বলিতে প্রাণ
করে আনচান!
• রক্তাক্ত হৃদয় আর বিধ্বস্ত চেহারা নিয়ে
একেলাই ঘুরে বেড়াই তোমাদের এই নগরে,
তবু, হাতে-পায়ে বিদ্ধ পেরেকের দাগ নিয়ে পুনরুত্থিত যিশুর মতো
আমিও স্মিতহাস্যে বলে উঠি,
'ও কিছু নয়! এসবই ভালোবাসার চিহ্ন!'
• কেউ যায়, কেউ আসে,
তবু সবাই ভালোবাসে
রিক্ত হয় না গলার ফাঁসে!
• যদি কখনো বুঝতে পার
অনেক, অনেক ভালোবেসে ফেলেছি তোমায়,
করবে কী ক্ষমা আমায়?
• ছোট্ট ঝিনুক কী জানে?
ওর মতোই ব্যাথা জমে জমে মুক্তো হয় মানুষেরই মনে!
• কত জীবনের কত সংগ্রাম শেষে
কতশত ধ্বংসস্তুপ পেরিয়ে
খুঁজে পেলাম তোমায়,
হবে কি তুমি বাতিঘর আমার?
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১১:৪৯