শিরনামটা দিয়ে ছিলাম প্রথম পর্বের জন্য, কারন ইচ্ছে ছিল খুব বিস্তারিত ভাবে লিখার। কিন্তু বিস্তারিত লিখতে গিয়ে সময়ের অভাবে আর লিখতেই পারিনি। তাই এখন এটা শুধুই ছবি ব্লগ। এই অক্ষমতার জন্য আমাকে ক্ষমা করবেন।
আজ কুয়ালালামপুর শহরের কিছু ছবি দিলাম।
মনোরেলের রাস্তা
মনোরেল
রাস্তায় দুষ্টুমি
মালয়শিয়ান পাগল
মালয়শিয়ার অঘোষিত ব্রান্ড এম্বাসেডর, বিখ্যাত T.T
টুইন টাওয়ারের ভেতরের মার্কেটে আমরা।
টুইন টাওয়ারের পেছনের পার্ক
কতো খুশি যে হইছি এখানে আসতে পাইরা;
টুরিস্ট, সব মহাদেশের,সব কালারের টুরিস্ট প্রায় সব স্পটেই দেখা যায়।
মালয়শিয়ার যা কিছু ভালো লেগেছে তার মধ্যে এটা অন্যতম , বাংলাদেশে ৫তারা থেকে গাছতলা, সবধরনের রেস্টুরেন্টেই খেয়েছি, কিন্তু এত মজা কোথাও পাইনি, এমন কি বাড়িতেও না। ছবিটি বুকিতবিনতাং এর প্যারাডাইস রেস্টুরেন্ট থেকে তুলেছি।প্যারাডাইস রেস্টুরেন্ট এর আসল মালিক বাংলাদেশি কিন্তু সে আবার এক পাকিস্তানির কাছে ভাড়া দিয়েছে, তবে ম্যেনেজার এবং বেশীর ভাগ স্টাফই বাংলাদেশী
১ম পর্ব
২য় পর্ব
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১২ রাত ৯:১৬