


বড় মদক ছবিঃ লেখক
কিন্তু আজিব কারবার, যাত্রার মাঝ পথে আমরা এমন এক জায়গাতে ডাইভার্ট হয়ে যাই,যেটা নিয়ে যায় আমাদের সম্পুর্ন ভিন্ন এক দুনিয়াতে, নতুন এক অজানা স্বর্গরাজ্যে,কিন্তু সে গল্প তো এত তারাতারি ছারা যাবে না

তো আমি ১ নভেম্বর সবার আগে আগে বান্দরবান চলে গেলাম আগে ভাগে সবকিছু ম্যানেজ করে ফেলতে। বাকি বাজার শেষ করে একটা চান্দের গাড়ি ভাড়া করলাম অনেক মুলামুলি করে ৪০০০ টাকা দিয়ে ্যেটা আমাদের শৈলপ্রপাত, নীলগিরী হয়ে থানছি নিয়ে যাবে।বান্দরবান থেকে থানচির দূরত্ব আনুমানিক ৬৪ কিলো, এবং সময় লাগে প্রায় ৪-৫ ঘন্টা ( কিন্তু আমরা কুইত্তা কুইত্তা গিয়া ৮ ঘন্টা লাগাইছি


এই হল নীলগিরী, ছবিঃ শারমিন চৌধুরী যুথী
আপাতত এটুকুই, আমার ব্যপক খুধা লাগছে, পরে আবার পেচাল শুরু করবাম। পাইবেন পার্ট ২ তে