মানবণ্টনঃ প্রত্যেকটি হ্যা উত্তরের জন্য আপনি পাবেন ৩ পয়েণ্ট, মন্তব্য নাই হলে পাবেন ২ পয়েণ্ট, না উত্তরের জন্য পাবেন ১ পয়েণ্ট।
প্রশ্ন-১ বঙ্গবন্ধু সব যুদ্ধাপরাধীদের ক্ষমা করে দিয়েছেন, এখন বিচারের নামে আবার বিভাজন না করলে ও চলতো- এই মন্তব্যের সাথে আপনি কি একমত?
প্রশ্ন-২ আমাদের মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ত্রিশ লাখ ব্যাপারটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না, এটা বড়জোর তিন লাখ হবে- এই মন্তব্যের সাথে আপনি কি একমত?
প্রশ্ন-৩ একাত্তরে জামায়াতে ইসলামী রাজনৈ্তিক কারনে আমাদের মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছে তবে ওরা গনহত্যার সাথে জড়িত ছিলো না- এই মন্তব্যের সাথে আপনি কি একমত?
প্রশ্ন-৪ ইসলামী ছাত্রশিবিরকে রাজাকার বলাটা ঠিক না, একাত্তরে ইসলামী ছাত্রশিবির ছিলো না- এই মন্তব্যের সাথে আপনি কি একমত?
প্রশ্ন-৫ সব ছাত্র সংগঠনই কম বেশি অপরাধ করে, তবে দেখবেন ইসলামী ছাত্রশিবির অনেক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে শুধু রাজনৈ্তিক কারনে ওদের জংগী বলাটা ঠিক না- এই মন্তব্যের সাথে আপনি কি একমত?
প্রশ্ন-৬ ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করতে হলে সবার আগে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে- এই মন্তব্যের সাথে আপনি কি একমত?
প্রশ্ন-৭ গোলাম আযম একাত্তরে হয়তো বির্তকিত ভুমিকা রেখেছেন তবে আমাদের এটা মনে রাখতে হবে উনি একজন বিরাট আলীম ও ভাষাসৈ্নিক- এই মন্তব্যের সাথে আপনি কি একমত?
প্রশ্ন-৮ ৪২ বছরে পুরোনো ইস্যু নিয়ে আমাদের মত গরীব দেশে আলোচনা না করে সবাই মিলে একসাথে দেশকে এগিয়ে নেয়ার জন্য কাজ করা উচিত- এই মন্তব্যের সাথে আপনি কি একমত?
প্রশ্ন-৯ আমি যুদ্ধাপরাধীদের বিচার চাই তবে আমাদের এটা খেয়াল রাখতে হবে বিচারটা কতটা স্বচ্ছ হচ্ছে - এই মন্তব্যের সাথে আপনি কি একমত?
প্রশ্ন-১০ আরে ভাই যারা যুদ্ধাপরাধী এরা আর বাচবে কয়দিন ? বিচারের নামে এই গরীব দেশে টাকাগুলি নষ্ট না করে একটা পদ্মা সেতু বানালে দেশের উপকার হতো- এই মন্তব্যের সাথে আপনি কি একমত?
প্রশ্ন-১১ জামায়াতের বাকীরা যুদ্ধাপরাধী কিনা জানি না, তবে সাঈদী যুদ্ধাপরাধী না উনি অনেক বড় একজন আলীম তাই সরকারের প্রতিহিংসার শিকার- এই মন্তব্যের সাথে আপনি কি একমত?
প্রশ্ন-১২ আমি যুদ্ধাপরাধীদের বিচার চাই, বিচারের নামে শুধু জামায়াতে ইসলামী নেতাদের বিচার করলেই হবে না শেখ হাসিনার বেয়াই এর নাম ও থাকতে হবে- এই মন্তব্যের সাথে আপনি কি একমত?
প্রশ্ন-১৩ আমি শাহবাগের আন্দোলনের পক্ষে তবে আন্দোলন অবশ্যই নাস্তিক মুক্ত হতে হবে, আমি মুসলমান হয়ে নাস্তিকদের সাথে বসে আন্দোলন করাটা কি ঠিক হবে- এই মন্তব্যের সাথে আপনি কি একমত?
প্রশ্ন-১৪ শাহবাগ থেকে শুধু যুদ্ধাপরাধীদের বিচার দাবী করলেই চলবে না, বিশ্বজিত, সাগর রূনী, ইলিয়াস আলী সকল হত্যাকাণ্ডের বিচার দাবী করতে হবে। শুধু অতীত নিয়ে পড়ে থাকলে চলবে না, আমাদের ভবিষ্যত নিয়ে ও ভাবতে হবে- এই মন্তব্যের সাথে আপনি কি একমত?
প্রশ্ন-১৫- শাহবাগে “জয় বাংলা” শ্লোগানটা না দিলে ও চলতো, আওয়ামীলীগের শ্লোগান দিয়ে নিরপেক্ষ মঞ্চ দাবীটা মানায় না- এই মন্তব্যের সাথে আপনি কি একমত?
০০-১৬ >যদি আপনার প্রাপ্ত পয়েন্ট হয় তাহলে আপনি ঠিক লাইনেই আছেন।
১৭-১৮ >যদি আপনার প্রাপ্ত পয়েন্ট হয় তাহলে আপনি কিছুটা কাঠালপাতা খেয়েছেন, ইচ্ছা থাকলেই আপনি কাঠালপাতার নেশা ছেড়ে দিতে পারবেন।
১৯-২২> যদি আপনার প্রাপ্ত পয়েন্ট হয় তাহলে আপনি ছাগুর খাতায় নাম লিখিয়ে ফেলেছেন, এখন সর্বত্র ল্যাদানো ছাড়া আপনার আর কোন কাজ নাই।
২৩-৩০> যদি তোর প্রাপ্ত পয়েন্ট হয় তাহলে তুই উচু দরের ছাগু। এখানেই না ল্যাদায় গদাম দেয়ার আগে তাড়াতাড়ি ভাগ “রাজাকারের বাচ্চা”।