Before Sunset (2004)
IMDB Rating: 8.0
Rotten Tomatoes Rating: 95%
My Rating: 9.0
Starring: Ethan Hawke and Julie Delpy
Director: Richard Linklater
আরও একটি অসাধারণ Romantic মুভি যেটি Before Sunrise (1995) মুভির সিকুয়েল। পূর্বের মত এই মুভিরও প্রান হচ্ছে এর Dialogues, পুরো মুভিটাই নায়ক এবং নায়িকার কথোপকথন এবং স্মৃতিচারণ। এর Dialogues লিখেছেন স্ময়ং Hawke এবং Delpy, যার ফলে আমরা পেয়েছি আরও প্রানবন্ত এবং আরও হৃদয়ছোঁয়া কিছু মুহূর্ত। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই মুভিটির Ending, মুভিটা শেষ হয়ে যাওয়ার পর ও আমি বুঝতে পারিনি যে এটা শেষ! আরও কিছুর আশায় আমি অনেকক্ষণ “Credits” দেখেছি!
কাহিনি সংক্ষেপঃ
ভিয়েনাতে জেসি এবং সেলিনের পরিচয়ের ৯ বছর পরের কাহিনি, জেসি এখন পুরোদস্তুর লেখক। ভিয়েনায় সেলিন এর সাথে কাটানো সময় থেকে Inspiration নিয়ে লেখা জেসির একটি বই আমেরিকান বেষ্টসেলার হয় যার নাম “This Time”. ইউরোপে বইটির কাটতি বাড়ানোর লক্ষে জেসি একটি ট্যুর করে যার শেষ শহর হচ্ছে ভালোবাসার শহর প্যারিস।
সেখানে interview দেবার সময় রিপোর্টাররা জেসির নিজের জীবনের সাথে উপন্যাসটির কাহিনির সাদৃশ্য সম্পর্কে জানতে চায়, কিন্তু জেসি সোজাসুজি উত্তর দেয়া থেকে বিরত থাকে। এমন সময় দর্শক সারিতে সেলিন ও ছিল, সে আগে থেকেই জেসির উপন্যাস এবং তার ট্যুর সম্পর্কে জানত। জেসি হঠাত সেলিন কে দেখতে পায় এবং চিনতে পারে। জেসির সেদিন ই আমেরিকায় ফেরার প্লেন থাকায় তাঁরা বিকেলটা একসাথে কাটানোর সিদ্ধান্ত নেয়।
আগের মুভির মতোই, এবারও জেসি এবং সেলিন এর হাতে মাত্র কিছুক্ষন সময় আছে একে অপরের সাথে কাটানোর জন্য। সময় কম থাকার কারনেই হয়তো এবার তাঁদের কথোপকথন আরও বেশী Personal হয়। কাজ, রাজনীতি ও সাধারণ বিষয় নিয়ে কথা শুরু করলেও অচিরেই তাঁরা তাঁদের জমানো ভালোবাসার প্রসঙ্গে এসেই যায়!
কথা বলতে বলতে দুজনেই ৯ বছর আগের প্রথমবার দেখার পরের ঘটনা দুজনকে জানায়। এখন তাঁদের বয়স তিরিশ এর কোঠার গোড়ার দিকে, তাঁরা এখন আগের চেয়ে অনেক পরিণত। জেসি এখন বিবাহিত এবং একটি ছেলের বাবা, এদিকে সেলিন একজন Advocate হিসেবে পরিবেশ রক্ষায় কাজ করছে এবং একজন তার একজন ফটোসাংবাদিক বয়ফ্রেন্ড ও রয়েছে। দুজনের কথা থেকে বোঝা যায় যে, কেউই আসলে ব্যাক্তিগত জীবনে সুখী নয়।
এভাবে কথা বলতে বলতে তাঁরা একটি ক্যাফে, একটি পার্ক এবং রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে আগের মতোই। আস্তে আস্তে তাঁদের নিজেদের ভেতরের আবেগ প্রকাশ পায় এবং হঠাত দুজনেই অনুভব করতে পারে যে তাঁরা একে অপরকে কতটা ভালোবাসে। জেসি স্বীকার করে যে, সে উপন্যাসটি লিখেছেই আবারও সেলিনের দেখা পাওয়ার জন্য। সেলিন ও জানায় উপন্যাসটি পড়ার পর তার ভেতর জেগে ওঠা বেদনার কথা।
একসময় তাঁরা দুজনে সেলিন এর এপার্টমেন্ট এ আসে। সেখানে সেলিন জেসিকে নিজের লেখা একটি চমৎকার Waltz গান গেয়ে শোনায়।
শেষ দৃশ্যে দেখা যায় যে, Nina Simone এর “Just in Time” গানের তালে তালে নাচতে নাচতে সেলিন জেসিকে বলে “Baby ... you are gonna miss that plane!”......এর উত্তরে জেসি বলে......থাক বলে দিলে মজাটাই নষ্ট হয়ে যাবে!
তো আর দেরি কেন? এক্ষুনি মুভিটা জোগাড় করে দেখতে বসে যান! তবে এটা দেখার আগে অবশ্যই Before Sunrise (1995) মুভিটা দেখে নেওয়া উচিত। আশা করি সময়টা আপনার ভালোই কাটবে দুটি অসাধারণ Romantic মুভি দেখে!!