রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘আমার জন্য পদ অর্জন সাংঘাতিক কোনো বিষয় নয়, ত্যাগ করাও সহজ। যদি অবস্থান ওদিকে নিয়ে যায়, এক মুহূর্ত্ব সময় নেব না।’
অর্থ কেলেঙ্কারির পর পদত্যাগ করবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আজ বৃহস্পতিবার রাজধানীর রেলভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী এসব কথা বলেন।
সুরঞ্জিত সেনগুপ্ত দাবি করেন, তিনি রাত ১০টার মধ্যেই ঘুমিয়ে পড়েন। তাঁর বাসায় রাত ১২টার মধ্যে যাওয়ার কোনো কারণ নেই।
রেলমন্ত্রী বলেন, এপিএসের বাসা মোহাম্মদপুরে, টাকা ওদিকে যাচ্ছিল। তার পরও সত্য বের করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রয়োজনে হাইকোর্ট বা দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করতে পারে।
অপর এক প্রশ্নের জবাবে এই আওয়ামী লীগ নেতা বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। রেলের সুবিধাবঞ্চিত গ্রুপ এ কাজ করতে পারে।
সুরঞ্জিত সেনগুপ্ত দাবি করেন, ওই দিনের পর এপিএস বা অন্য কারও সঙ্গে তাঁর যোগাযোগ হয়নি, তিনি তাঁকে ছাড়িয়েও আনেননি।