দীর্ঘ সময় পর ব্লগে লিখছি। সামু ব্লগের সবাইকে শুভেচ্ছা। আমি বিশ্বাস করি সামু ব্লগে অনেক ভাল এবং পরিপক্ক চিন্তার মানুষের আনাগোনা।
আমার একটা ভাল আইডিয়া দরকার।
আমার গ্রামে ৩৩ শতাংশ একটা জায়গা আছে। যেখানে আমি সমাজ কল্যানমূলক কিছু করতে চাই। এবং প্রজেক্ট টা এমন হলে ভাল হয়, যাতে করে প্রজেক্ট পরিচালনার জন্য কিছু ইনকামও সেখান থেকে আসে। কারন, শুধুমাত্র নিজের ইনকাম দিয়ে সমাজ কল্যানমূল প্রজেক্ট পরিচালনা করার মত আর্থিক সামর্থ আমার নেই। হতে পারে সেটা স্কুল, মাদরাসা, ক্লাব, সংঘ, এতিমখানা, বৃদ্ধাশ্রম, প্রতিবন্ধিদের জন্য কিছু অথবা অন্য কিছু। কোন নতুন আইডিয়া হলে সবচেয়ে ভাল। উল্লেখ্য যে, আমার এলাকার স্থানীয় মানুষেরা আর্থিকভাবে খুব সাবলম্বিও নয়। যাতে করে অামার কিছু ইনকাম ও হবে এবং সামাজিক সেবা/ উন্নয়নমূলক কাজ ও হবে। গ্রামের মহিলাদের সাথেও কথা বলে দেখেছি, তারা কাজ করে আর্থিক সচ্ছলতা আনতে আগ্রহী। আমি প্রথমে একটা আদর্শ স্কুলের কথা মাথায় রেখে স্টাকচার তৈরিতে হাত দিয়েছি, যার ৪০% কাজ শেষ করেছি। চেয়েছিলাম এই স্কুলের শিক্ষদান প্রক্রিয়া প্রচলিত শিক্ষা ব্যাবস্থার চেয়ে আলাদা হব। ইতোমধ্যে বেশ কিছু টাকাও ইনভেস্ট করেছি, হাতের টাকাও ফুরিয়ে আসছে। কিন্তু অনেকেই আমাকে এখন নিরুৎসাহিত করছে। সবচেয়ে বড় কথা একটা স্কুল করার জন্য কি কি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, আমার তাও ভাল জানা নেই। আবার কোন অনুদান পাওয়া যাবে কিনা অথবা কিভাবে পাওয়া যাবে, তাও জানি না। অনেকটা গেঁড়াকলে পড়ার অবস্থা আমার। মাঝ পথে পথ হারিয়েছি। আপনাদের মাথায় নতুন কোন আইডিয়া আছে, যাতে করে আর্থিকভাবে সমস্যা কাটিয়ে সমাজহিতকর কাজ করা যাবে? তাহলে পুরো প্রক্রিয়াটাসহ আমাকে জানান। এমনও হতে পারে, আপনাদের মাথায় আইডিয়া আছে, কিন্তু জমি ম্যানেজ করতে পারছেন না। সেই আইডিয়াটা আমাকে দিন, দেখি কাজে লাগাতে পারি কিনা। তাহলে আমার ইচ্ছাটাও বাস্তবে রুপ পেত সঙ্গে আপনারটাও।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৩