এখন অনলাইন মোবাইল সপ বেরিয়েছে, যেগুলো বিভিন্নভাবে মানুষকে ধোঁকা দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে,আর জনগনকে ফেলছে বিশাল প্রতারনার ফাঁদে।
ইদানিং একপ্রকার মোবাইলের এ্যাড প্রায়ই দ্যাখা যায় ফেসবুক এ। বিভিন্ন মডেলের মোবাইল সেট, যেগুলো বাজারে ৫০/৬০ হাজার টাকা সেই সেট গুলো তারা ৫/৭ হাজার টাকায় নতুন সেট বিক্রি করছে। কিভাবে করছে জিজ্ঞাস করলে বলে যে, এই গুলো সুপার কপি সেট। ক্লোন করা। বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই এসব শব্দ কানের পাশ দিয়ে চলে যায়। যেহেতু আমরা একটু সৌখিন জাতি, আবার অর্থনৈতিক সমস্যাও বেশি, তাই আমাদের বেশিরভাগ সময়ই ধান্দা থাকে ভাল খারাপ না বুঝে, শুধু সস্থা জিনিসের দিকে। আর ঠিক এ সুযোগটাই নিচ্ছে সেই প্রতারক চক্র।
এর মধ্যে অন্যতম প্রতারক মোবাইল সপের নাম হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত মোবাইল মেলা আরেকটি হচ্ছে Clone Replica Phones। তাদের ফোন নাম্বার: ০1743873776, 01913256991, 01628362580।এই দু'টো সপ একই লোকের। ফেসবুক এ খুঁজলে এরকম অসংখ্য পোস্ট পাওয়া যাবে, যারা এদের দ্বারা প্রতারিত হয়েছে। নিচে সেই সপের একটা মানি রিসিপ্ট সহ ছবি দিলাম:
গত ২ দিন আগে আমার কাছের এক মানুষ এদের দ্বারা প্রতারিত হয়েছে। তিনি খুব সখকরে ৫৮০০ টাকা দিয়ে একটা সেট অর্ডার করে। তারা এসএ পরিবহন এ সেট টি পাঠায়। আগেই তারা আর টাকা নিয়ে নেয়। বক্সটি খোলা মাত্র লোকটি বুঝতে পারে যে,সে প্রতারনার স্বীকার। তাদের সেখানে একটা মানি রিসিপ্ট আছে। সেখানে একটা ঠিকানা আর নাম্বার দেয়া আছে। কিন্তু সেই নাম্বারটি বন্ধ। ঠিকানা:61/3 green road, farmgate,Dhaka। ক্রেতা লোকটি ফোন করে তাদেরকে পুলিশের ভয় দ্যাখায়। তখন সেই প্রতারক লোকটি বলে, আমরা পুলিশ পয়দা করি, যখন আসবেন বলে আইসেন, আপনার জন্য নাস্তার ব্যাবস্থা করবো।এসব যেনে ভাবলাম লিখাটি পোস্ট করা আমার সামাজিক দায়িত্ব। যদি একজন লোক ও সচেতন হয়। আর কেউ যদি এদের ধরার পথ বলে দিতে পারেন, সেটা হবে বাড়তি পাওনা। আর ব্লগে হয়তো এমন লোক আছেন, যারা নিজেরাই আইনের লোক অথবা সাংবাদিক, অথবা যাদের লোক আছে একটা ভাল কাজ করার সামর্থ্য আছে, তারা প্রতারক চক্রকে ধরিয়ে দিয়ে অনেকের উপকার করতে পারেন।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৪