তুমি শুধু বললে, ভাল থেকো
ছোট একটা বাক্যের দখলে পুরো পৃথিবীটা
জানি চাইলেই ভাল থাকা হয় না।
তবু মানুষের আমরন আকাঙ্খা ভাল থাকার।
ভাল থাকার আকাঙ্খা থেকেই তোমাকে পাওয়া,
ভাল থাকতে চেয়েছি বলেই তোমায় নিয়ে সপ্নবোনা,
ভাল থাকার জন্যই মানুষ ভালবাসে
চলে যায়, আবার ফিরে আসে।
ভালো'র অর্থ যদিও মানুষের জানা নেই।
তবুও মানুষ আজানা এক কারনে ভাল থাকতে চায়।
আর ভাল থাকতে গিয়েই পৃথিবীতে এত কষ্টের সৃষ্টি।
আমি তোমাকে পেয়ে ভাল থাকতে চাই,
তুমি আমাকে হারিয়া ভাল থাকতে চাও।
দেখ দু'জনের চাওয়ায় কত অমিল,
আর জটিল সমীকরন।
আমি তোমাকে পেলে আমি সুখি,আর তুমি দুঃখি
আর তোমাকে হারালে তুমি সুখি, আমি দুঃখি।
তবে বল কি করে সবাই ভাল থাকবে।
তোমার দেয়া দলা বাধা কষ্ট গুলো
যখন গলার কাছে এসে জমা হয়,
তখনও বলি তুমি যেও না।
কারন তখনও আমি ভাল থাকার প্রতিক্ষায়।
হারানোর সাথ্বে ভাল থাকার এক অটুট বন্ধন
তোমাকে হারালেই, ভাল থাকা হারিয়ে যায়।
তবে সব ভাল যেমন ভাল নয়,
সব হার ও তেমন হার নয়।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৬ দুপুর ২:৫৮