হয়তো ফিরে যাব না, তা'বলে রয়ে গেলাম এমনটাও ভেব না।
সব রয়ে যাওয়া মানেই কাছে থাকা নয়।
রয়ে যাওয়া মানে হতে পারে মুক্তির অপেক্ষা,
হতে পারে পোড়া মনের আগুনের আঁছ,
যেন তোমার গায়ে লাগে, তার প্রতিক্ষা।
হতে পারে আবার একই পথে, একই সাথে
পথ চলার আকাঙ্খা, যেমনই ভাবনা সখা
তা'বলে রয়ে গেলাম এমনটাও ভেব না।
সয়ে যাওয়া, রয়ে যাওয়া হয়েছে তো ঢের,
তবুও ফিরে আসি ফের।
কোন এক প্রভাতে দু'জনে আবার
শিউলি মাড়াবো পায়ের তলে,
আষাঢ়ে ভেজাবো মন বৃষ্টির জলে।
এই ভেবে আজও ফেরা হয়নি,
তা'বলে রয়ে গেলাম এমনটাও ভেব না।
এই রয়ে যাওয়া হ্য়তো তোমাকে হারাবার ভয়,
এই রয়ে যাওয়া হয়তো পাথরের ক্ষয়।
যেখানে ঝর্না বয়ে চলে অবিরাম,
তবে সব বয়ে যাওয়ারে কি বয়ে যাওয়া কয়!
সব রয়ে যাওয়া ও, রয়ে যাওয়া নয়।
তোমার সম্ভব না শব্দে, প্রতি মূহূর্তে আমি খুঁজে পাই সম্ভাবনা।
তাই প্রতিক্ষাকে উপেক্ষা করে, আজও ফেরা হল না
তা'বলে রয়ে গেলাম এমনটাও ভেব না।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯