সে অনেক অনেক দিন আগের কথা। এক দেশে এক ধনী ব্যবসায়ী ছিল। তার একটা পোষা কুকুর ছিল। ভীষণ আদরের। তিনি কুকুরটিকে খুব ভালবাসতেন। একদিন ধনী ব্যবসায়ীটি ভাবল শিকারে যাবে। যেই ভাবা সেই কাজ।
অনেক স্বর্ণমুদ্রা , অস্ত্র, ঘোড়া আর বিশাল দলবল নিয়ে রওয়ানা হলেন সেই ধনী ব্যবসায়ী। সাথে নিলেন অনেক আদরের সেই পোষা কুকুরটিকে।
অনেকটা পথ যাবার পর ব্যবসায়ীটি খেয়াল করলেন কুকুরটি বারবার পথ আগলে দাঁড়াতে চাইছে। কিন্তু লোকটি সে দিকে মোটেই গুরুত্ব না দিয়ে একই গতিতে এগিয়ে চললেন। কুকুরটি প্রানান্ত চেষ্টা করছে লোকটিকে বাধা দিতে। কিন্ত কোন ভাবেই সে সফল হচ্ছে না। শেষে উপায়ান্তর না পেয়ে কুকুরটি লোকটির ঘোড়ায় পায়ে কামড় বসানোর চেষ্টা করতে লাগলো। এমন পরিস্থিতি দেখে ব্যবসায়িইটি ভাবল নিশ্চয়ই তার আদরের কুকুরটি পাগল হয়ে গেছে। এই ভেবে সে কুকুরটিকে মেরে ফেলার জন্য গুলি করলো। এবং আগের গতিতে সে এগিয়ে চলল। কিছুদূর যাওয়ার পর সে লক্ষ করল তার কাছে থাকা স্বর্ণমুদ্রার ব্যাগটি নেই। ব্যাগটি পেছনে কোথাও ফেলে এসেছে। সে ব্যাগটি ফিরে পাওয়ার জন্য আবার পেছনে ফিরে গেল। এবং দেখল তার সেই আদরের গুলি খাওয়া কুকুরটি ব্যাগটি লোকচক্ষুর আড়াল করে তার উপর মরে পড়ে আছে। ব্যবসায়ীটি বুঝতে পারল এই ব্যগটির জন্যই কুকুরটি তাকে থামানোর চেষ্টা করেছিল। তখন লোকটি কান্নায় ভেঙ্গে পড়লো, নিজের বোকামির জন্য নিজেকেই দায়ী করতে থাকলো।
মোরালঃ এই পৃথিবীতে কিছু লোক হচ্ছে সেই পোষা কুকুরটির মত। আর কিছু লোক ঐ ধনী ব্যাবসায়ীটির মত। পাশ থেকে চলে না যাওয়া পর্যন্ত মুল্য বোঝে না।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৬ দুপুর ১২:১৩