জীবন তো, তখনই জীবন হল যখন তুমি এলে।
আমি'তো ছিলাম মৃতপ্রায়,
সুখ আর ব্যাথাহীন এক বস্তু।
জান'তো জীবন বলে কাকে!
আজ আমি সুখি হয়ে হাসি,
নিরবে তোমায় ভালবাসি,
অভিমানে কাঁদি, চুলে বেনুনি বাঁধি
তোমার অপেক্ষায়।
তোমার চোখে আমাকে দেখবো বলে,
আয়নাকে জানিয়েছি অপ্রয়োজনিয়তা।
আমার সুখ, ব্যথা, আকাশ, মেঘ, দক্ষিন হাওয়া
সবই আজ কথা বলে, শুধু তোমার কথা।
তোমার হাতে হাত রেখে পথ চলার বাসনা,
সেই হাজার বছরের জেগে থাকা বেদনা
শুধু তোমায় বলবো বলে, অপেক্ষা আমার,
যেদিন আমি বুড়ো হব, কপালে বয়সের ছাপ,
সেদিনও বুঝি ম্লান হওয়া, ক্ষনিক পাওয়া স্মৃতির মত
হৃদয়ে শুধু বাড়াবে অনুতাপ।
হায়ঃ বুঝি আর দেখা হবে না।
সময়ের ভাজে যা মুড়ে রেখেছি,
অনেক বেসুরের মাঝেও যাকে সুরে রেখেছি।
আর ভেবে এসেছি, এই'তো জীবন।
আমি যার অপেক্ষায় ছিলাম
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪০