আমাকে আজ খুঁজে পাওয়া যায়নি, না
কোথাও আমি নেই
নেই বলে কি, কোথাও নেই!
সত্যিই কি কোথাও নেই!
এই আমিতো কোথাও ছিলাম একদিন।
তোমাদের পাশে, দিগন্তজোড়া মাঠের ঘাসে
এই আমিতো কোথাও ছিলাম একদিন।
স্কুল ভবনের চার তলায়
অথবা স্কুলের সামনে মামার আচারের থালায়।
আমড়া, ঝালমুড়ি আর তেতুলের চাটনীতে
অথবা তোমাদের হৃদয়ের আরশিতে
এই আমিতো কোথাও ছিলাম একদিন!
স্কুল ছুটিতে দল বেঁধে ঘরে ফেরা
পাখিরা যেমন ফেরে,ঠিক তেমন
আমরাও তো ফিরতাম, আজ আর হয় না এমন।
মাধ্যমিক আর উচ্চমাধ্যমিক পেরিয়ে
আমি এখন অদৃশ্য প্রায়,
হাতে নাগাল পাওয়াতো দূরে,
চোখেই নাগাল পাওয়া ভার।
শেষে হারিয়েছি অস্তিত্ত আমার,
আর কি কখনই হবে না ফেরা!
বয়স হয়েছে, বড়ও হয়েছি অনেক।
তাইতো আমার অস্তিত্ত আজ সবার মাঝে বিলীন।
খুঁজে চলি এই আমাকে,
অজানার পথে,তাই হয়তো তোমরা খুঁজে পাওনি আমাকে।
তাই বলে আমি কোথাও কি নেই!
এই আমি কোথাও তো ছিলাম একদিন!
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৬ দুপুর ১:১৯