তুমি আমি আছি একই পৃথিবীতে,
তবু তোমার পৃথিবী, আমার পৃথিবী এক নয়।
আমার সবুজ ঘাস, তোমার পায়ের তলায় ধরায় বিরক্তি
জানো না, আমিতো তাতেই চিঠি লিখি তোমার প্রতি।
কেন এমন হয় বলতো, তোমার পাহাড়ের সরল ধারা
আমায় বানায় বান ভাসি। শুধাও, তুমি কেমন আছ?
আমি হাসি কষ্টের হাসি।
দেখলেনা, শুধু রইলে চেয়ে আমার গোপন ব্যথা!
দম্ভ ভরা চোখে করলে প্রকাশ, এটাই তোমার প্রথা।
একই পৃথিবীতে আজ বিভক্তি টেনেছি
বেড়েছে ব্যাথার ভার, যাচ্ছে বড়ই অসময়!
তুমি আমি আছি একই পৃথিবীতে,
তবু তোমার পৃথিবী, আমার পৃথিবী এক নয়।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৬ দুপুর ১২:০২