আপনি শিক্ষক। আপনি ছাত্রদের কাছে পিতার মতো এবং হয়তো কারও কাছে স্রষ্টার মতো।
কিন্তু আপনি কখনোই সব ছাত্রের পিতা বা স্রষ্টা নন। তাই আপনি যা খুশি তা বলতে পারেন না।
হ্যাঁ আপনি হিন্দু হোন বা মুসলিম হোন তবুও আপনি শিক্ষকই। আপনি সবার থেকে সম্মান, শ্রদ্ধা পাবেন।
তাই বলে সবার শ্রদ্ধা পেয়ে ধর্মের শ্রাদ্ধ করতে পারেন না।
আপনিতো হাইস্কুলের শিক্ষক কিন্তু আমাদের মাদ্রাসাতেও হিন্দু শিক্ষক আছে। তারমানে এই নয় যে সে তার ধর্ম ছেড়ে দিয়েছে বা মাদ্রাসায়ে হিন্দু ধর্ম শেখাচ্ছেন।
আপনি আপনার জায়গায় ধর্ম তার জায়গায়।
@@
শিক্ষক হিসেবে আপনার কান ধরাতে জাতীয় ইজ্জতে আঘাত লেগেছে। কিন্তু আপনি এটা বুঝলেন না যে আপনি কোথায় আঘাত হেনেছেন।?
@@
বুয়েটের এক শিক্ষকের কথা মনে আছে? প্রধানমন্ত্রীকে কটাক্ষ করায় গ্রেফতারের আগেই শাস্তি শোনানো হয়েছিলো? এবং দ্রুত সময়ে তাকে গ্রেফতার করা হয়েছিল।
@@
তখন জনতা (সবাই নয়) বাহবা দিয়েছিলো। যে দেশে বাস সেই দেশের প্রাইম মিনিস্টারের নামে কটু কথা?
@@
"সেই প্রধানমন্ত্রী সহো পৃথিবীর কোটি মানুষের প্রিয় ধর্মকে অপমান করার শাস্তি কান ধরে উঠবস? তাতেও জনতার বিবেকে বাধছে?
তাহলে কি তাকে নোবেল দিলে খুশি হতেন?
@@
আমাদের শিক্ষামন্ত্রী তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন! স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এর বিরুদ্ধে স্টাটাস দিচ্ছেন! আমজনতা ফেসবুক ফাটিয়ে ফেলছে!
আপনারা এতদিন কই ছিলেন?
@@
"অনেকেই বলছেন এতে করে সমস্ত শিক্ষক সমাজের অপমান হয়েছে! লজিক অফ দ্যা ওয়ার্ল্ড!
চুরি করেছেন আপনি তারমানে কি সবাই চোর??
এদেশে অনেক শিক্ষকের নামে ধর্ষণের অভিযোগ হয়েছে, প্রমানিত হয়েছে এবং অনেকে সাজাও পেয়েছেন। তাহলে কি সব শিক্ষক রেপিস্ট?
আরে ভাই এতো আবেগ দেখাইয়েন না। অপরাধী তার সাজা পেয়েছে (সামান্য হলেও) এতে অন্যদের মান সম্মান মোটেও কমেনি।
@@
আর শিক্ষামন্ত্রী কে বলতে চাই, "কমিটি যদি করতেই হয় তাহলে এভাবে করুন যে কোন প্রতিষ্ঠানের কোন শিক্ষক তার নিজস্ব মতামত, নিয়ম বহির্ভূত বা রাষ্ট্র বিরোধী অথবা সমাজ বিরোধী কিছু শেখাচ্ছে কি না "।
পরিশেষে বলতে চাই, "চোর তার চুরির সাজা পেলে আপনার আমার বাল ও ছেড়া যায়না। তেমনি তিনিও তার সাজা পেয়েছেন। তাতে অন্য শিক্ষকের কিচ্ছু হয়নি "।
বিশ্বাস না হলে আপনার প্রিয় শিক্ষকের কাছে জিজ্ঞেস করে দেখুন।
ধন্যবাদ যদি লেখাটা পড়ে থাকেন।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৬ বিকাল ৫:০৩