দোষ সরকারের না, বিরোধী কোন দলের না (যদিও বিরোধী দল শব্দটা উচ্চারণ বা মনে পোষণ করে কোন দলের মধ্যে বিরোধ তৈরি করবার সহিংসতায় যেতে চাই না), জামাত বা শিবির বলতে যা বুঝায় সহজ কথায় তারা এখন আমাদেরই অংশ, এবং আমরাই আওয়ামীলীগ, ক্ষমতা বা এই সমাজ অথবা বাংলাদেশকে সমৃদ্ধি নতুবা সাধারণ নাগরিক হিসেবে অধিকার ভোগ করতে চাইলে জামাত শিবির কিন্তু আমরাই।
এই দেশে যারা যে রাজনীতিই করুক না কেনো, তারা সকলেই দেশের দুর্নীতির উপর নির্ভর করে এবং বিদেশের সাহায্যর উপর নির্ভর করে, আর এইসকল নির্ভরতা অভ্যাসের পর অভ্যাসে অলিখিত সংবিধান হয়ে দাঁড়িয়েছে। যে কারণে এখন মনেমনে যতোই আমরা ভালো কাজ করতে চাই না কেন, সুযোগ পেলে সেই আমরাই হিংস্র হয়ে উঠি, ভরপুর থাকবার পরেও লোভের বশবর্তী হয়ে উঠি, তখন আর পেছন ফিরে নিজেদের অতীত দেখবার কোন চোখ থাকে না, আশ্চর্য অন্ধতে পরিণত হতে হয় আমাদের।
এই যে গণজাগরণ মঞ্চ, ভাষণ, যে-সকল ইচ্ছে উদ্যোগ এবং লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া তারপর খেই হারানো কারণ আর যা-ই হোক দেশের শান্তির জন্য প্রয়োজন ধৈর্যের সাথে, গর্জনের সাথে নয় ঠাণ্ডা মাথায় মানুষকে সচেতন হতে বোঝানো, মানুষ একত্র হয়ে বর্তমান দেশ ও জাতীর আগামী, প্রেক্ষাপট, ভালো-মন্দ অবস্থা নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হোক জাগরণ মঞ্চ।
মানুষের থেকে মানুষকে পৃথক করবার কোন রাজনীতি আমরা আশা করি না, আমরা আশা করবো দেশের উন্নতি যেভাবে অগ্রসর হতে পারে, দেশের দুর্নীতি রোধ করা যায় কীভাবে, আমরা হরতাল, ভাঙচুর, মারামারি, মানুষে মানুষে লাঠালাঠি, লগি বৈঠা কোন্দল, উস্কানি দিয়ে অথবা গোলাগুলি করে ক্ষমতার শাসন চাই না। আমরা চাই সুস্থ সুন্দর আগামী, আজকের শিশুরা, আজকের জনগণ, আজকের বর্তমান কাল যেন শান্তির দেখা পায়। কাউকে দেশ থেকে তাড়িয়ে নয় বরং আমরা ভালো-মন্দ প্রত্যেকেই যেন বিবেকি মানুষ হতে পারি, প্রত্যেকেই প্রত্যেকের জন্য যেন হতে পারি আসুন সকলে মিলে সেই পন্থা বের করি, সেই উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাই।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২০
১. ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১০ ০
নারায়ণগঞ্জ শহরে চাঁদাবাজদের নির্যাতন কেন্দ্র রয়েছে এটা সত্য।
কিন্তু নিহতের বাবা বা তার ছোট একটা বাচ্চা ছেলের সাথে তাদের কি চাঁদার ভাগাভাগি ছিল?
মোটিভ বিহীন ধারাবাহিক হত্যাকান্ড অবস্যই সন্দেহ জনক।
এ ধরনের ধারাবাহিক নৃশংস হত্যাকান্ড ফ্যাসিস্ট জাসি মোল্লাদের দিকেই অংগুলি নির্দেশ করে।
এ সুযোগে সাংসদ কবরী নায়িকা থেকে মাস্তানএ নাম লিখিয়ে একহাত নিল।
নারায়নগঞ্জের দুইটি গ্রুপের একটি অপর শক্তিশালী গ্রুপকে এই সুযোগে একহাত নেয়া।
একেই বলে রাজনীতি!
মাঝখানে আসল খুনি দাঁত বের করে হাসাহাসি ... আর ব্লগে ছাগুলম্ফন