ক্লিনিক, ফার্মেসী দূরের কথা, অসুস্থ হলে চিকিৎসা নিতে হয়, এই ব্যাপারে এরা জানতই না । শিক্ষা নামক কোন উপকরণের সাথে এরা কখনোই পরিচিত হয় নি , স্থানীয় গোত্রপ্রধানরা জানে না কিভাবে সভ্য সমাজের মানুষ নিজেদের সমস্যার সমাধান করে। হয় ক্ষুদা না হয় রোগে মারা যাবে অথবা প্রাণ যাবে কোন বিদ্রোহীর হাতের মরণাস্ত্রে, এটাই তাদের জীবনচক্র ।
হঠাৎ করেই কয়েকজন মানুষের একটি দল পৌছে গেল সেই এলাকায়, বিনামুল্যে প্রশিক্ষন প্রাপ্ত ডাক্তারের মাধ্যমে চিকিৎসা সেবা দিতে শুরু করল, শিশুদের জন্য চালু হল স্কুল, স্থানীয় গোত্রপ্রধানরা তাদের সমস্যা বলতে থাকল এই অচেনা অজানা কয়েকজন মানুষকে, আর এই অচেনা মানুষগুলোই সমাধান করে দিচ্ছে তাদের সমস্যার । কিছুদিন পর সেই এলাকার শত শত মানুষ একদিন রাস্তায় বেড়িয়ে লে.কর্ণেল শামস নামক একজন বাংলাদেশীর নামে স্লোগান দিল " We want Him as Our President " । কারণ এই কর্ণেলের নেতৃত্বেই বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল দিন-রাত কাজ করে যাচ্ছে নিরাপত্তাহীন, আধুনিক সভ্য সমাজ থেকে হাজার হাজার মাইল পিছিয়ে পরা এইসব কালো মানুষগুলোর জীবন বদলে দিতে ।হুমম, বলছিলাম আফ্রিকার দেশ কঙ্গোর মাহাগীরে নিয়োজিত শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী আর ঐ অঞ্চলের কালো মানুষগুলোর কথা ।
[ দেশকে নিয়ে অনেক তরুণরাই হতাশ, কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট বাঙ্গালীরাই আজ পৃথিবীর দেশে দেশে একেঁ দিচ্ছে বাংলাদেশের হাস্যোজ্জল মানচিত্র । দেশের সংকটময় পরিস্তৃতিতেও এই গর্বের বিষয়গুলোই অনুপ্রেরণা যোগায় দেশকে আরো ভালবাসতে, সাবাস বাংলাদেশ]
বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে পারেন : https://www.youtube.com/watch?v=eLB5p7IH7vk