মনে হয় এর চেয়ে বেশ ভালো মরে যাওয়া,
আত্বহত্যা নয় হৃদয়ের পোষা তিলে তিলে গড়া স্বপ্ন হত্যা ।
ইদুরের মত হাজার বছর বাচায় কি ফায়দা,
তার চেয়ে ঢের ভালো সিংহের মত দুদিন বাচা ।
মহাশূন্যের নিচে র্নিজন পৃথিবীতে কীটপতঙ্গ হয়ে বেচে থাকা মানুষ আমরা …
মর্মহীন ধর্মহীন র্সাথপরদের ধরনীর মাঝে নিজের স্বাতন্ত্র সত্ত্বাকে খুজে ফেরা ভার,
পৃথিবীতে মানুষ কি মানুষের জন্যহয়? এখনও হয়তো আছে বেশ তবুও-
যতদূর দেখি মানুষরুপী চিল শকুনের আখরা আজ বিশাল নীলীমাতে ।
অসহায়ের নীরব চিল চিৎকারে শান্তিময় পায়রার অভযারন্য স্থিমিত ।
বীরদের মৃত আত্বা গুমরে গুমরে কাদেঁ কাপুরুষের সক্রিয় পদচারনায় মুখরিত ।
একবিংশ পৃথিবীর যৌবনা পরিমন্ডলে, ক্ষুধায় পীড়িত অসংখ্য দ্বিপদ ।
ছোট ছোট নিষ্পাপ পাকস্থলী দুমড়ে মুছরে মরে পশুদের ক্ষমতার পাহাড়ে ।
পদপৃষ্ট হয়ে দেয়ালে পিঠ ঠেকে সভ্যতার কারিগড় মানবতরে আহাজারে
আজন্ম পথেই স্বপ্ন, মৃত্যুওদের কারো ম্যানহেলে পাইপে দেখা মেলে ।
নেশার নিষ্ঠুর ছোবল কেড়ে নেয় র্স্বনালী শৈশব আমাদের অগোচরে ।
সভ্য ডিগ্রীধারীদের পরিচয়ে অনেক অসভ্যের ভিড় ।
নারী আর নেশায় মত্ত্ব বেশ্যার দালাল জননেতার অঙ্গিকারে ।
বয়ে যাওয়া অস্থির রাষ্ট্রগুলো সভ্য সংবিধানের দোহায়ে ।
পবিত্র আমানতের হেফাজতকারী অসভ্য সব মুখোসধারী ।
ক্ষমতা মানে যেখানে নির্দোষ মানুষ হত্যা যুদ্ধ আর অস্রের মহড়া ।
খুন আর রক্ত পিয়াসী নেশা, প্রেতাত্বা, আর অস্ত্র ব্যাবসায়ী,
সভ্যতা বিনাশী হিতৈষী সমাজের,এখনও মহান নেতা বিশ্বব্যাপী ।।
আমার ব্লগে এ কবিতা সহ আরো বকছু লেখা পড়তে ক্লিক করুন [link|http://kabbikokabbik.blogspot.com/2018/02/blog-post_27.html|অত্যাধুনিক অসভ্যতা