মাত্র ৬২ জনের হাতে বিশ্বের অর্ধেকেরও বেশী সম্পদ রিপোর্টটি অতি সমপ্রতি অক্সফাম কতৃক গবেষনার মাধ্যমে প্রাপ্ত (বিস্তারিত জানতে : Click This Link অনেকেই তথ্যটিতে বেশ অবাক হলেও ব্যাপারটি নতুন নয় । সৃষ্টির আদি কাল থেকেই চলছে এ বৈষম্য । সকল বৈষম্যের মত অর্থনৈতিক বৈষম্য নিয়ে অনেক লেখালেখি তর্কবির্তক হয়েছে প্রাচীনকাল থেকেই । সব যুগে ও কালেও সদর্পে এ বৈষম্য চলেছে । কখনো সামাজিক ও রাষ্ট্রীয় আনুকুল্যে কখনো মনীষিগন বৈষম্য সমর্থন করে তত্ত্ব প্রদান করেছেন যেমন এরিষ্টটল দাস প্রথার সমর্থক ছিলেন এবং তিনি এ বিষয়ে তত্ত্ব প্রদান করেছেন । দাস বা ক্রিতদাস মালিক সমপর্কও অর্থনৈতিক এবং প্রভু মালিক সমপর্ক এবং দাসদের সাথে অমানবিক আচরন আমরা বিভিন্ন বইয়ে বা বিভিন্ন মুভিতে দেখেছি ব্যাপারটি যে কোনো বিবেকবান মানুষের কাছে অকল্পনীয় কষ্টের। যদিও প্রাচীন কালের সংস্কৃতিতে দাস প্রথা খুবই সাধারন ব্যাপার ছিল । মধ্যযুগ যেহেতু জোড় যার মূল্লক তার রিতী স্বাভাবিক ভাবে প্রচলিত ছিল তাই যার সম্পদ ছিল সে সহজেই গরীব অসহায়ের উপর চাইলেই অত্যাচার করতে পারত । তবে যে রাষ্ট্রের উচিত ছিল সাধারন গরীব সহ সকল নাগরিকের নিরাপত্ত্বা বিধান করা সে রাষ্ট্রও অনেক ক্ষেত্রে ব্যার্থ ছিল কারন সে সময় সৈরাচারী কায়দায় দেশ পরিচালিত হত যেহেতু গনতন্ত্র ছিলনা, তাই মানুষের ব্যাক্তি স্বাধীনতা ছিলনা সমস্ত ক্ষমতা রাজার ও তার কর্মচারীদের মধ্যে ভাগ বন্টন করা হতো । ইসলামী সভ্যতার যুগেও বৈষম্য বিরাজমান ছিল যদিও মুহাম্মদ (সাঃ) থেকে প্রথম চার খলিফা পর্যন্ত যাকাত সঠিক ভাবে আদায়ের মাধ্যমে বৈষম্য অনেকটা কমে এসেছিল বিশেষ করে মুসলিম অধ্যুসিত অন্চ্ঞলে । তবে তারপর থেকে অস্তে অস্তে তা হ্রাসপায় । ইুউরোপের ইতিহাস পযালোচনা করলে দেখা যায় প্রাচীনযুগ থেকে শুরু করে মধ্যযুগ সামন্তযুগ তারপর শিল্পোবিপ্লবত্তর আধুনিক যুগ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে এবং অতি সমপ্রতি কাল পর্যন্ত তাদের সম্পদ কুক্ষিগত আছে কতিপয় ব্যাক্তির হাতে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন বিপ্লব রাজনৈতিক পট পরিবর্তন হয় তবে বিশ্বের সকল বড় বড় বিপ্লবের পেছনে প্রকাশ্যে অপ্রকাশ্যে কাজ করছে অর্থনৈতিক বৈষম্য । বিশ্বের ধনবৈষম্যের ক্ষেত্রে আনেক মনীষি সমাজ বিজ্ঞানীগন সমাজতান্ত্রিক বিপ্লবের কথা বলেছেন ।কার্লর্মাক্সের কথাতো অনেক শিক্ষিত লোকই জানেন । সে যাই হোক হাজার বছরের লালিত এ বৈষম্য রাতারাতি দূর হবেনা ব্যাপারটি সহজে অনুমেয়, কিন্তু বর্তমানের মানুষ অনেক সভ্য বিজ্ঞান ও প্রযুক্তির প্রভূত উন্নতি হচ্ছে মানুষের চিন্তা চেতনা মূল্যবোধ রুচি অভ্যাসের উন্নত হচ্ছে ।সমাজ এবং রাষ্ট্রীয় অনেক কিছুর পরিবর্তন এবং উন্নত হচ্ছে ।কিন্তু সকল সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক পরিবর্তনের সুবিধা সিংহভাগেই ভোগ করছেন কিছু বিশেষ শ্রেনীর মানুষ, বেশীর ভাগ ক্ষেত্রে দরিদ্র মানুষগুলো উন্নয়নের এ ছোয়া থেকে বন্চিত হচ্ছে এত কিছু পরিবর্তনের পরেও দারিদ্রতা হ্রাসের হার বাড়েনি পরিবর্তন উন্নয়ন সব কিছু জনকল্যানের জন্য তবে সকল জনগনের জন্য একটা বিশেষ শ্রেনীর জন্য নয় । দারিদ্রতার হার কমার বদলে অনেক বেড়ে যাচ্ছে জাতিসংঘ সহ উন্নত দেশগুলো দারিদ্রতার কমার কথা বললেও যে হারে দারিদ্রতা কমছে তা উচ্চবিত্ত বাড়ার হারের চেয়ে কম । আমাদের সমাজে ধন বৈষম্য এখনও অনেক প্রকট । জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া না হলে আমাদের সমাজে আয় ও ধনবৈষম্য আরো বেড়ে যাবে । এর জন্য রাষ্ট্রকে সবার আগে এগিয়ে আসতে হবে ।
অবাক করা আয় বৈষম্য
মাত্র ৬২ জনের হাতে বিশ্বের অর্ধেকেরও বেশী সম্পদ রিপোর্টটি অতি সমপ্রতি অক্সফাম কতৃক গবেষনার মাধ্যমে প্রাপ্ত (বিস্তারিত জানতে : Click This Link অনেকেই তথ্যটিতে বেশ অবাক হলেও ব্যাপারটি নতুন নয় । সৃষ্টির আদি কাল থেকেই চলছে এ বৈষম্য । সকল বৈষম্যের মত অর্থনৈতিক বৈষম্য নিয়ে অনেক লেখালেখি তর্কবির্তক হয়েছে প্রাচীনকাল থেকেই । সব যুগে ও কালেও সদর্পে এ বৈষম্য চলেছে । কখনো সামাজিক ও রাষ্ট্রীয় আনুকুল্যে কখনো মনীষিগন বৈষম্য সমর্থন করে তত্ত্ব প্রদান করেছেন যেমন এরিষ্টটল দাস প্রথার সমর্থক ছিলেন এবং তিনি এ বিষয়ে তত্ত্ব প্রদান করেছেন । দাস বা ক্রিতদাস মালিক সমপর্কও অর্থনৈতিক এবং প্রভু মালিক সমপর্ক এবং দাসদের সাথে অমানবিক আচরন আমরা বিভিন্ন বইয়ে বা বিভিন্ন মুভিতে দেখেছি ব্যাপারটি যে কোনো বিবেকবান মানুষের কাছে অকল্পনীয় কষ্টের। যদিও প্রাচীন কালের সংস্কৃতিতে দাস প্রথা খুবই সাধারন ব্যাপার ছিল । মধ্যযুগ যেহেতু জোড় যার মূল্লক তার রিতী স্বাভাবিক ভাবে প্রচলিত ছিল তাই যার সম্পদ ছিল সে সহজেই গরীব অসহায়ের উপর চাইলেই অত্যাচার করতে পারত । তবে যে রাষ্ট্রের উচিত ছিল সাধারন গরীব সহ সকল নাগরিকের নিরাপত্ত্বা বিধান করা সে রাষ্ট্রও অনেক ক্ষেত্রে ব্যার্থ ছিল কারন সে সময় সৈরাচারী কায়দায় দেশ পরিচালিত হত যেহেতু গনতন্ত্র ছিলনা, তাই মানুষের ব্যাক্তি স্বাধীনতা ছিলনা সমস্ত ক্ষমতা রাজার ও তার কর্মচারীদের মধ্যে ভাগ বন্টন করা হতো । ইসলামী সভ্যতার যুগেও বৈষম্য বিরাজমান ছিল যদিও মুহাম্মদ (সাঃ) থেকে প্রথম চার খলিফা পর্যন্ত যাকাত সঠিক ভাবে আদায়ের মাধ্যমে বৈষম্য অনেকটা কমে এসেছিল বিশেষ করে মুসলিম অধ্যুসিত অন্চ্ঞলে । তবে তারপর থেকে অস্তে অস্তে তা হ্রাসপায় । ইুউরোপের ইতিহাস পযালোচনা করলে দেখা যায় প্রাচীনযুগ থেকে শুরু করে মধ্যযুগ সামন্তযুগ তারপর শিল্পোবিপ্লবত্তর আধুনিক যুগ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে এবং অতি সমপ্রতি কাল পর্যন্ত তাদের সম্পদ কুক্ষিগত আছে কতিপয় ব্যাক্তির হাতে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন বিপ্লব রাজনৈতিক পট পরিবর্তন হয় তবে বিশ্বের সকল বড় বড় বিপ্লবের পেছনে প্রকাশ্যে অপ্রকাশ্যে কাজ করছে অর্থনৈতিক বৈষম্য । বিশ্বের ধনবৈষম্যের ক্ষেত্রে আনেক মনীষি সমাজ বিজ্ঞানীগন সমাজতান্ত্রিক বিপ্লবের কথা বলেছেন ।কার্লর্মাক্সের কথাতো অনেক শিক্ষিত লোকই জানেন । সে যাই হোক হাজার বছরের লালিত এ বৈষম্য রাতারাতি দূর হবেনা ব্যাপারটি সহজে অনুমেয়, কিন্তু বর্তমানের মানুষ অনেক সভ্য বিজ্ঞান ও প্রযুক্তির প্রভূত উন্নতি হচ্ছে মানুষের চিন্তা চেতনা মূল্যবোধ রুচি অভ্যাসের উন্নত হচ্ছে ।সমাজ এবং রাষ্ট্রীয় অনেক কিছুর পরিবর্তন এবং উন্নত হচ্ছে ।কিন্তু সকল সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক পরিবর্তনের সুবিধা সিংহভাগেই ভোগ করছেন কিছু বিশেষ শ্রেনীর মানুষ, বেশীর ভাগ ক্ষেত্রে দরিদ্র মানুষগুলো উন্নয়নের এ ছোয়া থেকে বন্চিত হচ্ছে এত কিছু পরিবর্তনের পরেও দারিদ্রতা হ্রাসের হার বাড়েনি পরিবর্তন উন্নয়ন সব কিছু জনকল্যানের জন্য তবে সকল জনগনের জন্য একটা বিশেষ শ্রেনীর জন্য নয় । দারিদ্রতার হার কমার বদলে অনেক বেড়ে যাচ্ছে জাতিসংঘ সহ উন্নত দেশগুলো দারিদ্রতার কমার কথা বললেও যে হারে দারিদ্রতা কমছে তা উচ্চবিত্ত বাড়ার হারের চেয়ে কম । আমাদের সমাজে ধন বৈষম্য এখনও অনেক প্রকট । জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া না হলে আমাদের সমাজে আয় ও ধনবৈষম্য আরো বেড়ে যাবে । এর জন্য রাষ্ট্রকে সবার আগে এগিয়ে আসতে হবে ।
জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন
আত্মপোলব্ধি......
আত্মপোলব্ধি......
একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন
জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !
হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।
আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?
ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।
আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন