আমি একা একা সুর্দীঘ পথ হাটতে চাই
যে পথে কেউ নেই তুমি নেই ওরা নেই, উনি, তারা, তাহারা, কেউ নেই ।
যেখানে আমি একা ধ্রুব তারা! হঠাৎ আছি হঠাৎ উধাও ।
জোৎস্নাময় অথবা আধার অমাবশ্যা মাঝেও
পিচঢালা অথবা আকাবাকা মেঠো পথ
কখনো বিশাল সমুদ্দুর পেড়িয়ে অনেকদূর অনেক স্রোত ।
কখনো নীলিমার শূন্যে ভেসে আকাশের শেষ সীমানায় ।
জীবনের স্বাদ মোহ মায়া ভালবাসা আহ! বিনিতা!
তোমায় ভোরের ঘাস ভেবে শিশির হতে চেয়েছি
তটিনীর স্রোত ভেবে সমুদ্র জল হয়ে প্রতীক্ষিত ছিলাম
আমার অপয়া কালো জলে তোমার প্রনয় ঢেউ আসুক
চাইনি কখনো কারো তরে উপেক্ষিত হতে, তাই ছুটি নিলাম
দূর বহূদূর যাবো আমি একা তোমার অদৃশ্য হাতও স্পর্শের বাইরে রবে
খোলা চুল জামদানী শাড়ী পহেলা ফাল্গুনে বাসন্তী আব্রুতে দেখার ইচ্ছে বিদায় হবে
আমি চাইনে কখনো তোমার মত কারো জীবনের কষ্টের উপলক্ষ হতে
অপর্দাথ ময় জীবন দর্শন নিয়ে বাচতে চাই একা একা
এ পথে হেটে হেটে যতদিন যায় থাকা
তারপর একদিন ধুসর মহা পৃথিবীর মৃত্তিকায় মিশে রবো
তোমরা সবাই ভালো থেকো ! নশ্বর ধরনীতে যতদিন যায় থাকা
হয়তো আমি আসবো ফের মহাপৃথিবীতে একা
কারনে বা অকারনে হয়তো আবার হবে দেখা……………..