আমি টোকাই! আমার প্রভাত ভাঙে কাকের কর্কশ কলরবে
ম্যানহোলের পাশে পাইপ হতে শয্যা ভাঙ্গে পাকস্থলীর নিষ্ঠুর ডাকে ।
বেড়াই ধুসর শহর ব্যাপি ধুলোমাখা গায়ে কখনো একা কখনো স্বদলবলে
কঠিন পথ জীর্ন দেহ ,ছুটি পথের ধুলোময়লা টোকাতে টোকাতে .
আমাদের কোন হৃদয় নেই অনূভূতি হয়না তাই ঝড় বৃষ্টি রোদে
সুখ দুঃখ বুঝিনা মনে হয় ভালোই আছি যখন, বন্ধুর উদ্যম বুকে -
মাথারেখে ঘুমাই ,হৃদপিন্ডের শুনশান শব্দ শুনতে পাই ।
মানুষ কিনা বুঝিনা তবে আমাদের কোন মাতাপিতা নেই…..
পথ জন্ম পথেই মৃত্যু জীবন বুঝি এমনই!
অদৃশ্য সত্ত্বার তরে অলেখ্য প্রশ্ন! প্রশ্ন শুধাই.........