প্রশ্ন
পৃথিবীতে এত অভাব কেন? কেন এত দারিদ্রতা!
মানুষের মাঝে এত দ্বন্দ্ব কিসে কেন এত হানাহানি ।
এ জগৎ এত ধর্ম কেন? কেন ধর্মের নামে সহিংসতা!
এত যুদ্ধ কেন? এত হত্যা !এত অস্ত্রের ঝনঝনানী !
মানুষের এত বর্ন কেন? সাদা, কালো , নীল প্রভেদ! কেন অবহেলা!
সাধু সন্ন্যাসীর ভবের হাটে কেন ব্রাক্ষ্মন শুদ্র খেলা,
দাসবনিক মৃত সব! প্রাচীন নগ্ন! তবু নব দাসত্বের মেলা
আধা ভূবন বিত্ত মালিক কেন এক ভাগ বনিক চেলা!
এধরনীময় এত ঘৃনা কিসের কেন এত ভালোবাসার অভিনয়!
মুখোশের আড়ালে কে তুমি আমিত্বের পরিচয় …
এত স্নেহ এত মায়া তবুও কেন এত হিংসার বহ্নি শিখা!
টার্মিনালে যে না খেয়ে ধুকে হয়না ক্ষন তারে একটু দেখা!
কে, কজনে কার খবর নেয়! কেমন আছে সে, কাছের! কি দূরের!
জানিনা! তবে বর্তমানের কে আমির, কে ফকির ভবিষ্যতের ?
আকাশ এত দূরে কেন কর্দমাক্ত মৃত্তিকার তরে কেন তার ব্যাবধান!
কেন ভালোবাসিতে চায় মাঠের ঘাস সুন্দরী চাঁদ কতদূর আসমান ....
ধুলির ধরায় কেন আগমন ফের কেন প্রস্থান?
বন্দেগী যদি ফরয হলো কেন ইবলিশ শয়তান ?
লঘু পাপে গুরুদন্ড কেন মহাপাপী ভগবান!
তব দুনিয়াদারী শেষে কেন ফের পাপ পূন্যের আহবান ?