বিবর্ন ধুসর কালো মেঘ ছুটে চলে অবিরাম যেনো
পরাজিত সৈন্যের মলিন মুখ, অবনত মস্তিষ্ক
বৃষ্টিহীন গগন, যতদূর আখি যায় অমানিশার ধু ধু অন্ধকার
দৃষ্টি মেলাভার, হাহাকার হৃদ কি নির্বাক শূন্যতায়
চাতক পাখির মতো নীলিমার একফোটা অশ্রু কামনা
আহা মেঘ জমেছে খুব, হোকনা অঝর কান্না !
ঝর ঝরঝর বর্ষা তুমুল বৃষ্টির বন্যা
নি:শব্দে প্রবাহিত কত সমুদ্র অথৈ জল জোৎস্না
বাধ ভেঙ্গে যাক অশ্রুর মিছিল, নিশ্তব্ধ আওয়াজে গোপন অভিসারে
বন্ধুর পথে বন্ধুর হাত থাক- না ,থাক, শুন্যতায় হাট কান্না শেষে।
তোমারও কি তব রং আছে ! বর্ন চোরা হৃদয়ের মতো
যে চিরকাল অশ্রু লুকিয়েছে স্মিত হাসির আড়ালে
তারে মোহগ্রস্ত কোন প্রনয়ে জড়ালে নির্মম মায়জালে ।
অদৃশ্য অস্পৃষ্য অথচ কাছে খুব কাছে
অবনী বড় নিষ্ঠুর অলিক ,কেবলি মিথ্যে মায়ার স্বপ্ন বুনে
চিরকাল মোরে বেসেছো ভালো, কজন পারে এমন নি:স্বার্থে
তুমি রং, রুপ, রস গন্ধহীন, মনে হয় প্রবীন পৃথ্বির লাস্যময়ী দুহাত
কি অপার শৃংখলে যতনে নির্মম মায়ায় জড়ালে , হে নিসঙ্গতা!