এ পৃথিবীর কোন ছায়াময়ীর. কাছে শুধায়তে এসেছিলাম মোর হৃদয় ব্যাকুল কথা ।
কেউ নেই কেউ নেই শুনিবে হৃদয় জমানো কথা ।
দু দন্ড শান্তির পরশ পাথর সন্ধানে তার কুলে শুয়ে থাকা
শান্ত স্নিগ্ধ নদীর মতেো অবিরাম প্রবাহ
কান পেতে শ্রাবন তরঙ্গিনী সংগীত মধুর আবহ
বেহেস্তী সৃখ পত্যাশী বহে কি সমীরন বায়ূ দাহ
পরশ পিয়াসী মরুর মুসাফির তৃর্ষ্ঞাত জলের মতো
এক ফোটা সত্য প্রনয় পিয়াশে হৃদয় এ নীল শূন্য গগন পানে
কখনো শঙ্খচিল কখনো তৃর্ষ্ঞাত কাক ভেবে নিজেকে
শকুনের তিক্ষ্ণ চোখে চেয়েছি বহূদূর কিসের সন্ধানে!
এ রনভূমি বড় নিষ্ঠুর ,চাইলেই কি র্স্বগ মিলে..
মহাপৃথিবীর মহাশূন্যের অসীমপানে, হদয়ের সমস্ত প্রনয় ছুটে চলে
একেলার মুর্হূত ভূলে, সীমাহীন নি:সীমে, হৃদয় ডানা মেলে
হঠাৎ অস্থিরতায় ঘুম ভানে, পৃথিবীতে বোধহয় সে আর জেগে নেই
মনে হয় ! পৃথিবীতে সে বেচে নেই আর
বেচেছিল কোনদিন কোন কালে!
হৃদয়ের মাঝখানে ওকি দিয়ে, আলো আধারীহয়ে-
তিমির রাত্রির তরে ধ্রুব তারাহয়ে ।।