কেমন হতো ?
যদি বসুধার সব শূন্য ধুধু পূন্য হতো শ্যামল গুলশান গালিচায়……
জমানো যেত, যদি সব নীলীমার পসরা . স্বপ্নীল রামধনুর আভায় ………
তিক্ত অসহায়ের শিক্ত লোচন শক্ত হতো যদি দৃঢ় বাহূবলে
চুড়িয়া মাস্তুল হতো যদি অত্যাচারী সব, ধরনী জুড়ে সদল বলে ।
আমাদের দুখানা ডানা হতো যদি দূর-বহূদূর চলিয়া যেতে
অস্থির জগৎ সংসার ভুলে অন্য কোথাও দুদন্ড শান্তি পেতে ।
অসহায়ের ক্রনদন ধববনি আসমানে প্রতিধব্বনিত হয়ে ফিরিতো–
ধুসর ধরনীতে সংগীত মুখরিত মহানন্দিত সুখ উল্লাসিতে
দু:খ কাতর এ ধরা বাসী সহস্র প্রাচীন দু:খ তরঙ্গ নিবাসী যত-
যদি হাসি ফুটিত অবনীময়, চিরন্তন স্বর্গ সুখবাসীর মত।
মহাকালের মহা অসুখ, মহামারী মহা দারিদ্র মহা অভাব মহা যমদূত
নিমেষে বিনাশ হতো যদি সব যা কিছু অশুভ ধব্বংশ বিক্ষত
অজস্র ধববংশ বিধববংশ বিশ্বময় যুদ্ধ কি নৃশ্রংশ
মৈত্রীর বাধনে একিভূত হতো যদি বিশ্ব নিখিল এক রাষ্ট্রাংশ
মানবের মাঝে ভেদাভেদ যত -যত পাপ তাপ হিংস্রতা র্পূন
বন্ধুত্বময় এজগৎ, হতো যদি হিংস্রতা চূর্ন বিচুর্ন
কেমন হতো?