এই যে কি ব্যাপার মশাই শুনছেন!.
জি …মানে….হা ..বলুন…
আপনি সেই নয়…..
কে?
রোজ পথের ধারে কলেজ মোড়ে
পুষ্প বিতানে ছাত্র বন্ধু পাঠাগারে
রেল লাইনের ধারে নদীর কিনারে
ফুচকার দোকানে ফাস্টফুড কর্নারে
সবত্রই ছায়া হয়ে পিছনে পিছনে
ঘাসের উপর কি সব আকতেন ওসব হাবিজাবি
আপনার পোশাক কি ঐ একটাই পানজাবী
রাত্রিতে একা একা হাটতেন ভয় হতোনা ?
কতদিন দেখেছি বাড়ীর সামনে সকাল দুপুর পায়চারী দিতে
এভাবে কত দিবস কাটিয়ে দিলেন কোনদিন তো সাহস করে ..
থাকনা ওসব কথা
আপনি এত ভিতু কেন ?।
কারন আমি চাইনি আমার জন্য এত মিষ্টি একটা ফুল নষ্ট হোক
নীলিমার একটা ফুট ফুটে নক্ষত্র ঝড়ে পড়ুক
চাইনি কারো সারা জীবনের কান্না হয়ে থাকতে ।
কত খুজেছি….দেখতে না পেয়ে পথ ঘাট মাঠে টি স্টলে
রেস্তোরায় পাঠাগার পুষ্প বিতানে..
সবত্রই বিচরন ছিলো
কোথায় ছিলেন এতদিন কোথায় ছিলে
একা আরো একলা হবার মিছিলে যাতে
এপৃথিবীর তোমার মত পয়া কেউ আমার আপয়া ছায়া না দেখে
কি বলছেন যা তা…
হুম ঠিক তাই.. ভুল যেও মনে করো কেউ ছায়া হয়নি তোমার পিছে
একটা দু:স্প্ন ছিল য়ে স্বপ্ন এখন মৃত কাফনে জর্জরিত
শুক্রবার শুভ পরিনয়
জানি! সুখে অশ্রুর বিরক্তি হচ্ছে
সুখে থেকো এ জীবন যে মহাময়…..
জীবন মানে তো কেবলি আবেগ নয় ।