ওই যে ঘুরে ঘুরে উড়ে উড়ে
ভেসে এল্ দেওয়ালি পোকার দল।
আগুনের লেলিহান শিখা
দূরে যায় দেখা।
‘চল ঝাঁপ দেই’, কে যেন চেঁচিয়ে উঠল পিছনে থেকে।
মুহূর্তের মাঝে তাকিয়ে দেখবে
লক্ষ লক্ষ আর্থ্রোপোডের কঙ্কাল,
পড়ে আছে আগুনের কাছে, বেশামাল।
পৃথিবীতে এক ধরনের পোকা আছে। এরা স্বেচ্ছায় পুড়ে মরতে আগুনের মাঝে ঝাঁপ দেয়।
তাদের কেউ দেওয়ালি পোকা বলে। কেউ বা বলে মথ।
পৃথিবীতে এক ধরনের মানুষ আছে। এরা স্বেচ্ছায় পুড়ে মরতে আগুনের মাঝে ঝাঁপ দেয়।
তাদের আমরা ‘প্রেমিক’ বলি।
১ ১১ ১৭
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১০:০৫