মেয়ে,
তোমার জন্য আমার হৃদয়ের প্লটে ভালবাসা আন্ডার কন্সট্রাকশন...
সেখানে জোরে-শোরে নির্মান কাজ চলছে।
আমার হৃদয়ের প্লটে এক জমি ছিল, রুক্ষ, বর্বর।
চাষ করলে ফসল হত না, গাছ লাগালে ফুল হত না।
দালান বানাতে চেষ্টা করল অনেকেই।
দাঁড়ানোর আগেই ধ্বসে পড়ত তা।
মনের ঝড়ে এভাবেই চলছিল সব, ছিলনা আফসোস।
হঠাৎ কোন এক গ্রীষ্মের তাপদাহের রাতে এলো এক কালবৈশাখী।
দিবারাত্রির অভিসারে ভিজল বৃষ্টি, ভিজল জমিন, মন-হৃদয় সব।
ভোরবেলা দেখি, সে জমিতে এক ফুল ফুটে আছে।
ফুলের নাম টা ছিল ‘তুমি’।
আজ এতদিন পরে সেই প্লটে ফুলের বাগান হয়েছে।
তার পাশে ভালবাসার দালান তৈরি হচ্ছে।
দুপাশের রাস্তা করে দিয়েছি বন্ধ, লাগিয়েছি হলুদ সাইনবোর্ড,
অনুমতিবিহীন যে কারো তাতে ‘প্রবেশ নিষেধ’।
তোমার চুমুগুলো ইটের মত গেঁথে গেঁথে দেয়াল দাঁড়াচ্ছে আজ।
তোমার ভালবাসামাখা প্রতিটা কথা লাল ইট হয়ে গেঁথে থাকে সে দেয়ালে।
তোমার মায়াভরা আদরগুলো রডের মত গাঁথুনি দিয়ে পাকাপোক্ত করছে সেই ভালোবাসার ভিত্তি।
তোমার সাথে খুনসুটিতে আরো পোক্ত হয় এই গাঁথুনি- BSRM রডের মত, অটুট বন্ধন।
তোমার অভিমানে বালুর সাথে মিশে থাকে শাহ সিমেন্ট,
আমাদের ভালবাসা, ‘জন্মই যার সৃষ্টির লক্ষ্যে...।’
আমার দেহের হরমোনেরা সিভিল ইঞ্জিনিয়ার হয়ে দিনের মাঝে
কয়েকবার হৃদয়ের হালহকিকত পরীক্ষা করে যায়।
অনেক কষ্ট করে সয়েল টেস্টে পাশ করিয়েছি এই হৃদয়ের জমি,
তোমার জন্য ভালবাসার উর্বর প্রেমভূমি।
মেয়ে,
তোমার জন্য আমার হৃদয়ের প্লটে ভালবাসা আন্ডার কন্সট্রাকশন,
সেখানে হাজার জন শ্রমিক দিনরাত নির্মান কাজ চালাচ্ছে।
১১ ০৭ ১৭
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৭ রাত ১০:০৫