"""" ভর সন্ধ্যায় বৃষ্টি নামলো
অন্ধকার বাতায়ন খুলে দেখি
দুফোঁটা বৃষ্টির জল কাঁটার মতো বিধলো আমার গায়,,
কি অদ্ভুদ শিহরন,
হঠাৎ গগনের পানে আনমনে তাকিয়ে ভাবি,
ক্ষনে ক্ষনে বিজলি চমকালে কেন মনে আগুন লাগে
আমি জানিনিতো,
ভেবেছি অনেক বাতাসে পাতার সাথে এ হৃদয় কেন দোলে,
বুঝিনি আজো বৃষ্টির ঝড়ে পড়া
টুপপ টুাপ শব্দে আমার কেন প্রাণ কাঁদে?
আমি বৃষ্টি দেখি, বৃষ্টি ছুঁই, অনভুব করছি তার নান্দনিক শিল্পিত জলধারা,
বৃষ্টি খাই, আমি গিলে খায় তার যত দু্ঃখের স্বাদ।। ""
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৬ রাত ৮:৪৪