অন্য ভুবনে তোমার বাস, এ শূন্যতাটুকু মেনে নিলে
হারাবার আর কিছু অবশিষ্ট থাকেনা আমার
আর কোনো আক্ষেপ থাকেনা
পাওয়া না পাওয়ার অংকটা কেটে দিয়ে
নির্ভার হওয়া যায় সহজেই, আমি আবার উঠে দাঁড়াই।
তুমি আর ফিরবেনা, এ সত্যটুকু মেনে নিলে
অবসান হয় অপেক্ষার
জন্মান্তরের ক্লান্তি নিয়ে অবিরাম চলতে থাকা দেয়াল ঘড়িটা
থমকে যায় অপার বিস্ময়ে
অক্সিজেনহীন ঘরটা বাসযোগ্য হয় আবার, আমি বেঁচে থাকি।