ঐসব সংলাপ-টংলাপ কিছু নয়
অবরোধ বা মিছিল সবই লোক দেখানো
শান্ত-সুনিবিড় দেশটি হঠাৎ করেই অগ্নিগর্ভ হয়ে ওঠার কারণ কি জানো?
তুমি নেই বলে!
তুমি একবার এসেই দ্যাখো
হাসিনা-খালেদা গুড়মাখানো মুড়ি খাবে এক বাটিতে
মধুর খুনসুটিতে ব্যস্ত হয়ে পড়বে ফারুক আর এডিসি হারুন
এরশাদ আবার মনোযোগ দিয়ে প্রেমের কবিতা লিখবে আগের মত
বিশ্বাস হয়না তোমার?
আমি সত্যি বলছি, একবার শুধু হ্যাঁ বলে দ্যাখো
দুষ্ট ওসমান আর মিষ্টি কবরী মুহুর্তেই লাপাত্তা হবে লং ড্রাইভে
চেতনার ফেরিওয়ালা অমি পিয়াল তওবা করে ফিরে যাবে যৌবন যাত্রায়!
অভিমানী মেয়ে! শুধু একবার ফিরে এসো পুরোনো পথের ধারে
দেখবে কেমন করে লেজগুটিয়ে পালিয়ে যায় সহিংসতাকারীরা
ককটেলের বদলে গোলাপের পাপড়ি ছড়ানো হবে রাজপথে
আতজবাজির আলোয় উদ্ভাসিত হবে নাগরিক আকাশ
প্রিয়তা! চলো সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা দ্বিপাক্ষিক সংলাপে বসি
ভিনদেশী তারানকোকে ডেকে কী লাভ বলো?
চলো হারিয়ে যাই বাঁধভাঙা উচ্ছ্বাসে, আগের মত
কেএফসি, এমএসফি অথবা সিএফসি মুক্ত কোনো সবুজ প্রান্তরে!
শুধু একবার হাতটি ছুঁয়ে দেখো
পেট্রোল বোমায় আর একটিও শরীর পুড়বেনা
আগুন সব ফাগুন হয়ে ছড়িয়ে যাবে ষোল কোটি প্রাণ-স্পন্দনে
কোন অজানা আতংক নয়,
তোমার আগমণে মুখর-আনন্দ মিছিলে প্রকম্পিত হবে রাজপথ।
পুনশ্চ: অনুর্বর মস্তিষ্কের ফসল। কাউকে হেয় করার উদ্দেশ্যে লেখা হয়নি। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩৬