তোমারও কি সময় থমকে যায় কখনো
আমার মত করে?
সকালটা শুরু হয় এলোমেলো ভাবনায়
তারপর ঝিমধরা একঘেঁয়ে দুপুর
কিংবা,
সন্ধ্যেটা পার হলো আপন খেয়ালে
কিন্তু রাতটা হয়ে গেল বেদখল?
পুরোনো কবিতারা কখনো ছুরি বসায় তোমার বুকে?
কিংবা প্রিয় কোন গান, খুনি হয়ে ওঠে কোনো কোনো দিন?
সিঁধেল চোরের মত নীল কষ্টেরা হানা দেয়
তোমার মনের ঘরে, নিশুতি নিভৃতে?
বানের জলের মত নোনা স্মৃতি
কলুষিত করে নীরব রাতের নিঃসঙ্গ নিস্ততব্ধতা?
ভাবায় তোমাকে, আমার ভাবনা
তোমায় নিয়ে, আমার মত করে?
ঘোলাটে অন্ধকারের মত জমাট কষ্টে
নষ্ট হও কি তুমি, খুব নীরবে?
কিংবা
ভেজা শালিকের মত অসহায় বাসনায়
পেতে ইচ্ছে করেনা আমার উষ্ণতা?
খুব নিশীথে, খুব নীরবে?
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৯