আমি নিজের জন্যে একটি ভিত তৈরী করতে ঘড়ির কাঁটার সাথে
পাল্লা দিয়ে যাচ্ছিলাম। সামনে নদী,পাহাড়, সমুদ্রসম বাঁধা আমি
পিছিয়ে পড়েছিলাম। সেই থেকে সময় আমার অনেক আগে আর আমি
অনেক পিছনে। আমি সামনে তাকিয়ে থাকি তার চলে যাওয়া দেখি।
সে সবকিছু নিয়ে চলে যাচ্ছে এবং ধীরে ধীরে যৌবন প্রাপ্ত হচ্ছে।
ঘোড়াগুলি গাড়িতে, গাড়িগুলি রকেটে রূপান্তরিত হচ্ছে। দৃষ্টি সীমার
বাহিরে চলে গেলে কি আমি মেনে নেব পরাজয়? অতপর করোটির গভীরে দেখি
নরম মাটি।সেখানে মননের বীজ বুনে কল্পনার ফসলে গোলা ভরে
আজ আমি দাপিয়ে বেড়াই মহাবিশ্ব। এখন আমি সময়ের অনেক
আগে আর তার জন্যে তৈরী করি পথ। মহাবিশ্বের
সমস্ত অন্ধকারে
আজ আমার কল্পনার পাখার দাপট, তৈরী করি সময় চলার পথ।
...............................................................................................................................
টেক্সাস, যুক্তরাষ্ট্র,
হাত ফোন +18179661504