বাঁধন টা আরও একটু শক্ত করে বেঁধে দাও
যেনো মৃত্যু এসেও ছুঁয়ে যেতে না পারে।
প্রিয়জন হারানোর আর কোনো ব্যাথা আমি নিতে চাই না।।
এ বুক যে এমনিতেই অনেক বেশি ভারী,
আর কত ভারী করে আমাকে
ওই সভ্য সমাজের মানুষ বানাতে চাও ?
আমিতো কবেই পুড়ে ছাই হয়ে গেছি!
তাহলে কেনো মিছেমিছি এই লাশকাটা ঘর, লোক দেখানো!
সেদিন আমিও চেয়েছিলাম কান্না লুকানো চোখে
আরও একবার তাকে দেখতে,
আরও একবার তাকে ছুঁয়ে দিতে,
সেই হাত টা আরও একবার ধরতে।।
কেনো তবে শুধু শুধু আমায় মানুষ ভাবো ?
কেনোই বা আমায় প্রেম ভালবাসা দিয়ে আবার কাঁদাতে চাও ?
আমি যে কবেই ভুলে গেছি সেই লুকোচুরি খেলা!
এই পৃথিবীর কোথাও আমি আর আমাকে খুঁজি না ।।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩২