complement এর কারন -বড়বেলায় একবার হল এ সিনেমা দেখতে গিয়া সিনেমার এক চরিত্রে(শ্রেনিকক্ষে খেয়ালি অনেকটা তারে জামিন পার এ দার্শিলের মত) নিজের ছেলেবেলার প্রতিচ্ছবি দেইখ্যা ক্যাইন্দা বাইরে বেরইয়্যা পরছিল।
এত সিনেমা আমরা কেন দেখি?
*বিনোদন/টাইম পাস
*সিনেমা নির্মানের সাথে যুক্ত হওয়ার ইচ্ছায় সিনেমাবোধ বৃদ্ধির লক্ষে
*নিজের ভেতরের গঠনের ইতিবাচক পরিবর্তন(উন্নত বই যে কারনে পড়া)
*উন্নত দেশে war and peace না পইড়াও পড়ছে কয় যে কারনে
আর এগোইলামনা
কোরুসাওয়াকে বলা যা্য় উপরুক্ত সকল শ্রেনীর জন্যে।তারকভস্কি ফেলেনী দেখতে যেটুকু বোদ্ধা হতে হয় কোরুসাওয়ার ক্ষেত্রে তার দরকার ন্যাই।শুধু রঙ্গিন/সাদাকালো নতুন/পুরাতন সমস্যা নাথাকলেই হইল।
কোরুসাওয়ার সিনেমাঃঠিক রিভিউনা
রশোমনঃ২টা ছোট গল্প নিয়া নির্মিত।এক কুক্ষ্যাত ডাকাত ভ্রমনরত সামীস্ত্রর সামীকে মাইর্যা ফেলে স্ত্রীকে ধর্ষন করে ৪র্থ এক লোক ঘটনাটা দেখে।বিচারক বা আমাদের সামনে(কারন সবাই ক্যামেরার মুখমুখি এবং আমরা বিচারক দেখিনা বা শুনিনা)প্রত্যেকের জবানিতে ঘটনাটি দেখানো হয় এমনকি মৃত ব্যাক্তির আত্না ডাইক্যা তারকাছথেকেও।প্রত্যেকের বর্ননা ভিন্নরকম হয় কারন প্রত্যেকই নিজের ফেবারে কথা বলে।আমরাও তাই করি।এইভাবেই তৈরি উপায়কি..
কিন্তু endingটা এইরকম যে মানুষের প্রতি বিশ্বাসের ভরসা যোগায়।
সত্যজিৎ বলছে সিনেমা সমাজ পরিবর্ত্ন করেনা করবেওনা।কিন্ত ব্যক্তিকে কি করে?সত্যজিৎ নিজে নাকি the bicycle thief দেইখ্যা "পথের পাচালি" বানানোর সিদ্ধান্ত নিছিল।(আরো অনেক সিনেমা আর দ্যা রিভারের শুটিং)কিন্তু মুল তো সিনেমাই।
এহন কথা হইল কলকাতার বাংলা সিনেমার ধরন এবং এত এত সিনেমা তৈরি হওয়ার পিছনে বা সামনে সত্যজিৎ এর হাত কতটুক?
তথ্য জানা ও উপলব্ধির সাথে পার্থক্য কি?মানে "নিজেকে জানো" এই ২ট শব্দ প্রায় সবাই জানি।কিন্তু উপলব্ধি করলে হয়ত
এই ২লাইনের ভিত্তিতে হয়ত পুরা জীবন চালানো যায়।৫মিনিটে সঠিক জীবন পদ্ধতি বইল্যা দেওয়া সম্ভব কিন্তু জীবনের সাথে যখন ২৪ ঘন্টা কাটান হয় ৫মিনিটে কথা কার মনে থাকে।
কিন্ত উপলব্ধি করলে তার দারা মানুষের কিছু কিছু আচরন বা কিছু কিছু কাজ নিয়ন্ত্রিত হতে পারে।এবং আমার মনে হয় কোরুসাওয়ার সিনেমা দেখলে হয়ত কিছু কিছু উপলব্ধি ভিতরে ঢুইক্যা যাওয়ার সম্ভাবনা আছে(কথাটা এহনো যারা কাদামাটি আছে তাদের জন্যে প্রযোয্য মানে যারা প্যাইক্যা গেছে তাদের জন্যে প্রযোয্য না)
ইকিরুঃসিনেমাটায় এক্টার পর একটা ঘটনা এমন ভাবে এগোয়!!এবং শেষ পর্যন্ত যেখানে পৌছায় তা হইল অনুভূতির সর্বোচ্য পর্যায়।
ড্রীমসঃ ১ম এইট্যাই দেখছিলাম এবং এইট্যা নিয়া একটাই কথা দ্যাখেন।
হাই এন্ড লোঃমারাত্তক একটা থ্রিলার কাহানির থেকে এইট্যই বেশি থ্রিল লাগছে আমার কাছে।
হিডেন ফোর্টরেসঃইন্টারটেইন্মেন্ট ষ্টার ওয়ারস এইটা থেকে নিছে
ডেরসো উজালাঃবিষয় গ্রাম শহর কোরুসাওয়ার ১মাত্র সিনেমা ফরেন কোঠায় অস্কার পাইছে।
কাহিনি জানা থাকলে আসল প্রতিক্রিয়াটা হয়না কাজেই কাহিনি বাদ,,,
১৩টা দেখছি সব দেখার ইচ্ছা আছে।আমি জানি এত কথা বইল্যাও আগ্রহ সৃষ্টি করার মত তেমন কিছু বলতে পারিনাই কাজেই কোরুসাওয়া সম্পর্কে কিছু বিখ্যাত ব্যক্তিদের উক্তি এবং.।
the godfather খ্যাত
Francis Ford Coppola; Most directors have one masterpiece by which they are known, or possibly two. Kurosawa has at least eight or nine
Yimou Zhang= Other filmmakers have more money, more advanced techniques, more special effects. Yet no one has surpassed him.
স্টার ওয়ারস খ্যত George Lucas= Kurosawa was one of film's true greats. His ability to transform a vision into a powerful work of art is unparalleled.
কবি শামসুর রহমান মোহাম্মদ খসরু সম্পাদিত ধ্রুপদী তে কোরুসাওয়া্র আত্নজীবনী নিয়া একটা নিবন্ধ বা প্রবন্ধ লিখছিল
তারে জামিন পারের দার্শিলের চরিত্র এবং পুরা সিনেমাই কোরুসাওয়ার something like an autobiography থেকে নেওয়া হইছে।
Martin Scorsese ড্রিমস সিনেমায় ভ্যানগগ চরিত্রে ক্যামিও রোল করছে
কিছু সিনেমা যা কুরোসাওয়ার সিনেমা প্রভাবিত বা নকলিত
Yojimbo =A Fistful of Dollars,Last Man Standing
The Seven Samurai= The Magnificent Seven,A Bugs Life
The Hidden Fortress-Wars: Episode IV – A New Hope
Ikiru-Dasvidaniya ,Biutiful
Rashomon -the hero,The Outrage,
Scorsese এবং আরেকটা রিমেক
Click This Link
আগ্রহ সৃষ্টি হইলে জানায়েন।না হইলে পড়ার জন্যে ধন্যবাদ
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১২ সকাল ৯:৩৬