আমি এতকাল জুম আল্ট্রা চালিয়েছি। এখনো চালাচ্ছি। আমি থাকতাম ঢাকার বাইরে যেখানে ওয়াইম্যাক্স সার্ভিস নাই। সম্প্রতি ঢাকায় আসতে হয়েছে। লম্বা সময় থাকতে হবে। যেহেতু আউটসোর্সিং করছি, তুলনামূলক ভাল স্পীডের সার্ভিস ব্যবহার করা জরুরী। জুমের স্পীড ভাল পেতে গেলে যে পরিমাণ মালপানি খসাতে হয় তা আমার কাছে মাত্রাছাড়া মনে হয়। কারণ স্পীড এবং দামের তুলনায় ডাটা ভলিউম অনেক কম। পোষায় না। মাসে ২ বার রিচার্জ করতে হয়। কারণ আমার ক্লায়েন্ট প্রায়ই আমাকে প্রজেক্ট ম্যাটেরিয়াল পাঠায় যেগুলো সাইজে তেমন একটা পাতলা নয়।
অবস্থা বুঝতেই পারছেন!
তো, ঢাকায় যখন আসা হলই, ভাবছিলাম একটু ভাল স্পীডের বেশি ভলিউমযুক্ত সার্ভিস নিই। বাংলালায়নের কথাই মাথায় এলো প্রথমে। আমার এক বন্ধুর সাথে আলাপ করলাম একদিন। ও বলল, সব জায়গায় সমানভাবে ফ্রিকুয়েন্সি পাওয়া যায় না। কখনো কখনো নাকি USB কর্ডে মডেম লাগিয়ে জানালা দিয়ে ঝুলিয়ে দিতে হয়। আমি এটা শুনে একটু চিন্তায় পড়ে গেলাম। আপাততঃ থাকছি ইস্কাটনে। এলাকা তো ভাল, কিন্তু বা-লা'র সার্ভিস কেমন পাব সেটাই বিষয়। আবার ইস্কাটন থেকে মাসখানেক পরে হয়ত অন্য এলাকায় যেতে হতে পারে; এখানে যদিবা মোটামুটি ঠিকঠাক পাইও, ওখানে কেমন হবে কে জানে! এই একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছি।
এখন জিজ্ঞাসা- ইস্কাটন/এর আশেপাশে বা-লা ব্যবহারকারী যদি কেউ থেকে থাকেন (যারা এই লেখা পড়ছেন), অনুগ্রহপূর্বক জানাবেন কি কেমন অবস্থা ফ্রিকুয়েন্সির?
ভাল পাওয়া যায় কোন কোন এলাকায়?
আমি এখনো আসলে সিদ্ধান্ত নিইনি যে বাংলালায়নই কিনবো, আপনাদের পরামর্শ/মতামতের ওপর নির্ভর করে আছি। দয়া করে ভাল/মন্দ, সুবিধা/অসুবিধা সম্পর্কে আলোকপাত করলে উপকৃত হব।
ধন্যবাদ।