দাঁড়ায়া আছি
যেনবা বৃক্ষ, কৃষি সমাজের মত
পাসপোর্ট নিয়া গ্যাছে
একে একে চলে যাচ্ছে লাইনের সবাই
বুকের মধ্যে সূরা ইউনুস
“যে পথভ্রষ্ট হবে, সে নিজের ক্ষতির জন্য পথভ্রষ্ট হবে”
একেএকে মানুষ চলে যাচ্ছে
নাকি রাষ্ট্র?
পথভ্রষ্ট না হবার জন্য আছি দাঁড়ায়া
যেনবা রাষ্ট্র আমার সাথে নাই
যেনবা তারে নিয়া গ্যাছে কাগজের পাসপোর্ট ভেবে
দূরে, টাওয়ারের কাছ থেকে কেউ যেন ডাকে
নীচে, কি যেন দ্যাখে, স্ক্রীণে কি যেন খোঁজে
চোখেচোখে ধমক দেয় আর বলে,
“ইউ বাংলাদেশ?”
আমি বলি “হ্যা”, “ইয়েস”
সে; জমা রাখা পাসপোর্ট দেখে,
বলে, “ওয়েট!”
একেএকে সবাই চলে যাচ্ছে
খালি হয়ে যাচ্ছে
বুকের মধ্যে সূরা বনি ইসরাইল
"হে মানবজাতি তোমাদের বড়ই তাড়াহুড়া"
সে ডাকে, “ইউ ইন্ডিয়ান?”
আমি বলি, “নো! বাংলাদেশ”
সে হাসে,
“ট্রানজিট ভিসা গ্রান্টেড”।
শরৎ চৌধুরী, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৪, হাতিরঝিল, ঢাকা।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:১২