আমি জানি
আমার প্রেমিকা ফেইসবুকে কি লিখবে আজ
কোন বিষন্ন সঙ্গীত
কোন বিদায় বাণী
অথবা কোন অত্যাচারের কথা
অথবা কোথায় কোথায় লঙ্ঘিত হয়েছিল
তার অধিকার
এই যে আমি জানি
তা নিয়ে বিষন্ন আমি খুব
তুমিও কি বিষন্ন আমার প্রেমিকা?
যে তুমি হতে যাচ্ছো
অচিরেই
এক নার্সিসিস্টিক “আমার”
তোমার সাথে
আমার দেখা হবে সহসাই!
এটাও তো আমরা জানি
কি বল নার্সিসিস্টিক “তুমি”?
উন্নয়নের এই শহরে
আমরা দুজনাই অপেক্ষা করে আছি একটু সুখের
যেনবা আলী এক্সপ্রেসে অর্ডার করে বসে আছি
আর উত্তেজনায় সময় কাটাচ্ছি
কখন দরজায় ঘন্টি দিবে
রেডএক্স অথবা পাঠাও
এসএমএস আসবে, আপনার ওটিপি কোডটি হল…
কখন, কখন আমার খুলবো পরস্পরকে
কেননা অর্ডারের সময়ই আমরা জেনে গেছি সব
আমরা কোথা থেকে এসেছি
আমরা কোথায় যাবো
আমরা বিরুদ্ধ হলে কি কি করবো
আমরা সংবদ্ধ হলে কি কি করবো
খুব বিষন্ন লাগছে জানো
এই যে ভবিষ্যতের তোমরা
তোমাদের সাথে আমাদের দেখা না হোক
কেননা, আমরা জেনে গেছি সব
আমাদের রয়ে গেছে কেবল
আনবক্স থেরাপি।
শরৎ চৌধুরী, ৫ই সেপ্টেম্বর ২০২৩।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৯
১. ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:২৪ ১