তোমাদের পাশে পাশে আমি
বহুগামী পরাগায়ন
বসে থাকি
তোমাদের নিউরণে কিছু সিনোপসিস
গোছানো যা কিছু
জানি একসময় তো সেই টানটান
দূর্বল হবে
একটু তো চাপা পড়বে
একটু তো সরে যাবে
হিপোক্যাম্পাসে কোলাহল থামবে
বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়বে
আলিঙ্গন করবে, ঝগড়া করবে
অন্য প্রকোষ্ঠে
এক শুণ্যতার ভয়
যা আসলে মৃত্যু
তোমাদের আটকে রাখবে
তোমাদের হত্যা করবে
তোমরা এক ভীষণ ভ্রুণ নিয়ে উচ্চকিত হবে
তোমরা এক শান্ত ডিজাইন বুঝে নির্বাক হবে
তবু্ও পরিশ্রম করে যাবে
অক্লান্ত পরিশ্রম করে যাবে
মৃত্যুর জন্য সেকি পিপাসা!
যুদ্ধশিশুর শুষ্ক তৃষ্ণা
যা তোমাদের ডিনএ থেকে
নিউরণে ছুটে যাচ্ছে
একটা অনন্ত কোমা
সবচেয়ে বিধ্বংসী বোমা
সেই কোমা থেকে
কেউ জাগে না
অমররাও নয়
সেই বোমা থেকে
কেউ বাঁচে না
অবিনশ্বররাও নয়
মহাজগতের সকল অমরত্ব
শ্রমিকের পরিশ্রম
পরিশ্রম মানেই তো বৃথা
সেই পরিশ্রম তুমি কি করবে আদৌ?
মানুষের বাতিক তাই গড়িমসি করা
মানুষ, মূলত কবি; শ্রমিক হতে চায় না
মানুষের সকল কবিতাশ্রম, মহাজগতের নিত্য বিনোদন
মানষ, মূলত অলস;
তার লক্ষ্য আলস্যশয্যা
শরৎ চৌধুরী হিগাশি হিরোশিমা, জাপান
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৯