অন্ধকার তুমি কাদা ঢেকে দেয়া মেঘ
চুপি চুপি বারান্দায় এসে
আমাদের ক্লিষ্ট চোখে এনে দাও, না দেখার সুখ
শব্দ আর জলের প্রায় অদৃশ্য সংমিশ্রণ
চুইয়ে পড়া রাতে ভোরের স্পর্শবিন্দু
আজ তুমি এসেছো বলে
আমাদের সচল রক্তে ভুলে যাওয়া কল্পনারা
বাচ্চাদের মত আবারো হুটোপুটি
খিল খিল শব্দে মাতোয়ারা সম্পূর্ণ উপশহর
ব্যঙাচির মত, ঝিঝি পোকার মত
যেহেতু আলো এবং আকাশে তোমার কোমল চাদর
শীতল পাটির মত বিছিয়ে রয়েছে
তাই দূর দূর নক্ষত্রেরা ঘনিষ্ট খুব
এই সহবাসে কর্কশ শীৎকার নেই
অনুমানের ক্লান্তি গ্রাসে নিমজ্জ নয় খোপখোপ জল
এবং আজো যেহেতু মানুষই
সবচেয়ে ক্লান্তিকর
তাই অন্ধকারই সবচেয়ে অ-মানুষ
আমাদের নিকটজন
অন্ধকার তুমি আপন।
শরৎ চৌধুরী, পল্লবী, ঢাকা। জুলাই ১৯, ২০১৪। পূর্ণ অন্ধকারে।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৩৯