সময় শুষে নিচ্ছে সব
ওগো, শুনছো
প্রিয় মুখ, প্রিয় নারী
তোমার উজ্জ্বল লালচুল
বাইজেন্টাইন রোদের হাসি
নোনা ভ্রু, ক্রোধী চাউনি
উড়ে যাওয়া পালকের মত ত্বক
শুষে নিচ্ছে সব
ওগো শুনছো, সময়
সময়ইতো।
নিষ্ঠুর জোঁকের মত শুষে নিচ্ছে সব
আর আলঝেইমারের মত আমি হাতড়ে বেড়াচ্ছি
তোমাকে,
তোমার বিন্দু বিন্দু ঘাম ক্রমে বাষ্প হয়ে উড়ে উড়ে যাচ্ছে
ঐ ঘোলাটে মেঘের গায়
ওগো, শুনছো?
আমাদের ক্যাফে, নিমগ্ন ওয়াইন
বাগানের ফুল, একে একে ধুয়েমুছে
শুষে নিচ্ছে সব
সময়।
সময়ইতো।
এমনকি আমাদের বিচ্ছেদের কষ্ট
ফিরতি প্লেন, ইমিগ্রেশনের কাঁচ
সব, সবকিছু
ওগো, শুনছো
তুমি কি শুনছো?
শুষে নিচ্ছে সব
সময়
সময়ইতো।
তোমার দৃষ্টি,
আমার দিকে তাকিয়ে আছে
আর সবকিছু উপড়ে উগড়ে
শুষে নিচ্ছে সব
সময়, সময়ইতো।
ওগো, তুমি কি শুনছো?
আমাদের গরীব ফ্ল্যাট
চিলতে বারান্দা, মাটির গহনা
টুংটাং রিংবেল
ভাঁজেভাঁজে ন্যাপথোলিন।
হিলের ঠকঠক, নীল পানি
আশ্চর্য্য নীল পানি,
ঝুঁকে থাকা পাহাড়
আঙ্গুরের ক্ষেত
র্যা ভলন, তোমার নাইকি
লাল কলম, তোমার খচখচে স্বাক্ষর
ছোট ছোট মোম
কমলা,
শুষে নিচ্ছে সব,
সময়,
সময়ইতো
তুমি কি শুনছো?
সবুজ ধান, বেগুণী পুকুর
সব,সব,সব।